মঙ্গলবার সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায়ে জানিয়েছে যে, হিন্দু উত্তরাধিকার (সংশোধন) আইন, ২০০৫ কার্যকর হওয়ার আগেই সম্পত্তির মালিক মারা গেলেও পিতামাতার সম্পত্তির উপর অধিকার থাকবে মেয়ের। বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের তিন সদস্যের ডিভিশন বেঞ্চ এদিন এই গুরুত্বপূর্ণ রায় দেয়।
হিন্দু উত্তরাধিকার (সংশোধন) আইন, ২০০৫-এর পূর্বের কোন ঘটনার ক্ষেত্রে প্রভাব থাকবে কিনা তা নিয়ে একাধিক আপিল শুনানির সময় বেঞ্চ এই রায় দেন। হিন্দু উত্তরাধিকার (সংশোধনী) আইন ২০০৫ পিতামাতার সম্পত্তিতে মেয়েদের সমান অধিকার দিয়েছে। বিচারপতি অরুণ মিশ্র মামলার রায় দিতে গিয়ে জানিয়েছেন, ‘পিতামাতার সম্পত্তিতে পুত্রদের সমান অধিকার পাবে মেয়েরাও।’ বেঞ্চ জানিয়েছে যে, কন্যাসন্তানের জন্মের তারিখ নির্বিশেষে উক্ত সংশোধনটি ৯ সেপ্টেম্বর ২০০৫ অবধি জীবিত সম্পত্তির মালিকের জীবিত কন্যাদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল।
আইনী ব্যবস্থায় লিঙ্গ বৈষম্য দূর করতে আইনটি সংশোধন করা হয়। এই আইনে নিশ্চিত করা হয় যে, ‘মিতাক্ষর আইন দ্বারা পরিচালিত একটি যৌথ হিন্দু পরিবারে, একজন ইজমালি সম্পত্তির মালিক কন্যা জন্মের সাথে সাথে তার নিজের অধিকার পাবে। একজন পুত্রের মতোই, একজন কন্যাও পিতামাতার সম্পত্তির সমান অধিকার পাবে। পুত্রের জন্য বরাদ্দ সম্পত্তির সমান সম্পত্তি পাবে মেয়েও।
The post পৈতৃক সম্পত্তির সমান অধিকার মেয়েরাও, জানাল সুপ্রিম কোর্ট appeared first on Bharat Barta.
from দেশ – Bharat Barta https://ift.tt/30SNQzT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন