এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতে নিষিদ্ধ হওয়ার পর কোটিপতি ()-র ইন্ডাস্ট্রিজের লিমিটেড ()-এর হাত ধরেই ফের ব্যবসায় ফিরতে চাইছে নিষিদ্ধ চিনা অ্যাপ () TikTok। সূত্রের খবর, ভারতে বিনিয়োগের জন্য রিলায়েন্সের (RIL) কর্ণধারের সঙ্গে একপ্রস্থ কথাও হয়েছে টিকটকের। তবে, বিনিয়োগ বিষয়ে কদ্দূর কথা এগিয়েছে, তা নিয়ে বিশদ কিছু জানা যায়নি। বিশেষ সূত্রে খবর, চিনের (ByteDance)-এর শর্ট ভিডিয়ো শেয়ারিং অ্যাপ নিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL)-এর কথা প্রাথমিক পর্যায়ে রয়েছে। জানা গিয়েছে, গত জুলাই থেকেই দুই সংস্থার কথা শুরু হয়েছে। তবে, এখনও পর্যন্ত আলোচনা চুক্তির জায়গায় পৌঁছোয়নি। রিলায়েন্স, বাইটড্যান্স বা টিকটকের তরফে এ বিষয়ে একটি কথাও এখনও পর্যন্ত জানানো হয়নি। গত জুনে ভারত সরকার , ইউসি ব্রাউজার-সহ মোট ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করে। দেশের নিরাপত্তার কারণ দেখিয়ে এই চিনা অ্যাপগুলি ভারতে ব্লক করা হয়। কেন্দ্রের তরফে দাবি করা হয়, এই অ্যাপগুলি ভারতের সার্বভৌমত্ব, সংহতি, প্রতিরক্ষা, দেশের নিরাপত্তা ও শৃঙ্খলার ক্ষেত্রে বিপজ্জনক বলে মনে করা হচ্ছে। তার জন্যই নিষেধাজ্ঞা জারি করতে হয়েছে। আরও পড়ুন: নিষেধাজ্ঞা জারির পরে টিকটকের মালিক সংস্থা বাইটড্যান্সের তরফে দাবি করা হয়, তারা তথ্য সংক্রান্ত গোপনীয়তা ও সুরক্ষা সংক্রান্ত ভারতীয় আইন মেনে চলে। এটাও জানানো হয়, ভারতের কোনও গ্রাহকের কোনও তথ্যই তারা চিন কিংবা অন্য কোনও বিদেশি সরকারকে দেয় না। যদিও সেই দাবি আমল দেয়নি নয়াদিল্লি। ভারতের পরপর আমেরিকাও টিকটক নিষিদ্ধ করে। এই টিকটিক নিয়ে আমেরিকাতেও তথ্যচুরির অভিযোগ অনেক দিনের। যে কারণে সম্প্রতি টিকটক অ্যাপ সংস্থার সঙ্গে সবরকম আর্থিক লেনদেন বন্ধ করার নির্দেশ দেয় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আরও পড়ুন: এরই মধ্যেই শোনা যাচ্ছে, মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন, টিকটকের মার্কিন পরিচালনার ভার নিতে চায় মাইক্রোসফট। সেক্ষেত্রে টিকটকের মার্কিন পরিচালনার ভার মাইক্রোসফটেকে হস্তান্তর করার নির্দেশ বাইটড্যান্সকে দিতে পারে ট্রাম্প প্রশাসন। একই সময়ে রিলায়েন্সের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এ বার ভারতেও টিকটক বিক্রি নিয়ে জল্পনা তৈরি হল। আরও পড়ুন: রিপোর্ট বলছে, নিষিদ্ধ হওয়ার আগে পর্যন্ত ভারতে টিকটক ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় ২০ কোটি। ভারতে চিনের ওই সংস্থার কর্মী রয়েছে প্রায় ২ হাজার। ভারত সরকার টিকটিক নিষিদ্ধ করলেও শোনা যাচ্ছে, বাইটড্যান্স ভারতীয় কর্মীদের চাকরি সুনিশ্চিত বলে আশ্বস্ত করেছে। গত ১ জুলাই কোম্পানির ওয়েবসাইটে কর্মীদের উদ্দেশে এই বার্তা দেন বাইটডান্সের চিফ অপারেশনস অফিসার, টিকটকের সিইও কেভিন মায়ের। মায়ের বলেন, 'টিকটকে আমাদের প্রধান উদ্দেশ্য ছিল ইন্টারনেটের দুনিয়ায় এক গণতন্ত্র নিয়ে আসা। তাতে আমরা অনেকটাই সফল হয়েছি। আমরা এই মুহূর্তে অন্যান্য বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলছি। ভারতীয় আইন অনুযায়ী ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত ও গোপন রাখা আমাদের প্রধান গুরুত্ব ছিল। আগামী দিনেও তাই থাকবে।' আদতে কী হতে চলেছে, আর কয়েক দিনের মধ্যেই আশা করা যায় ছবিটা পরিষ্কার হয়ে যাবে। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট
from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/3amePqk
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন