মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যে বেকারত্ব কমেছে ৪০ শতাংশ, অন্যদিকে চাকরির দাবিতে পথে নেমেছেন হাজারো চাকরি প্রার্থী! - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ১৫ আগস্ট, ২০২০

মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যে বেকারত্ব কমেছে ৪০ শতাংশ, অন্যদিকে চাকরির দাবিতে পথে নেমেছেন হাজারো চাকরি প্রার্থী!

নিউজ ডেস্ক: আজ আন্তর্জাতিক যুব দিবস। তাই বাংলার যুবক-যুবতীদের সেই কর্ম সাথী প্রকল্পের কথা স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী টুইটারে বাংলার যুবক-যুবতীদের উজ্জীবিত করেন। তিনি টুইটারে লেখেন, “আজ ইন্টারন্যাশনাল ইয়ুথ ডে। পশ্চিমবঙ্গ সরকার যুবকদের ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ। যখন ভারতের বেকারত্বের হার ২৪ শতাংশ বেড়েছে, তখন পশ্চিমবঙ্গে বেকারত্বের হার ৪০ শতাংশ কমে গিয়েছে। বাংলা যুবক-যুবতীরা ভারতের হয়ে বহু জায়গায় নেতৃত্ব দিয়েছিলেন এবং ভবিষ্যতে আরও কাজ চালিয়ে যাবে।”
রাজ্যে বেকারত্ব কমেছে ৪০ শতাংশ। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের দিনেই নদীয়াতে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রুপ ডি ওয়েটিং চাকরি প্রার্থীরা। অভিযোগ, চাকরির জন্য শূন্য পদ থাকা সত্বেও তিন বছর ধরে ওয়েটিং থেকে নিয়োগ করা হচ্ছে না। আদৌ চাকরি হবে কিনা তার জন্য চাতকের দৃষ্টির মতো রাজ্য সরকারের দিকে তাকিয়ে থাকতে হয়। তারা কখন আমাদের দিকে দয়ার দৃষ্টি তে তাকাবে,আমাদের চাকরির পাকা খবরটা দেবে। তাঁদের বক্তব্য, আমরা এমন কি অন্যায় করেছি, যে এত বড়ো শাস্তি আমাদের কে দেওয়া হচ্ছে! আন্দোলন করতে গিয়ে পুলিশের চোখ রাঙ্গানি,লাঠি খাওয়া,হাজতবাস কোনটাই বাকি নেই। এমন কি group D অফিসে ডেপুটেশন জমা দিতে গেলে আমাদের কে দেখে তাদের হাসাহাসি আরো অবাক করেছে। তাহলে আমাদের শেষ পরিনতি কি? মানষিক অবসাদে ভুগতে শুরু করেছি কমবেশি আমরা সকলেই।
তাঁরা আরও অভিযোগ করেছেন, নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ষাট হাজার পদে। ২০১৫ সালে ৬৩টি দপ্তর থেকে পচিশ হাজার শূন্যপদের তালিকা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে জমা পড়ে। স্বাস্থ্যদপ্তর সহ বিভিন্ন দপ্তরে প্রচুর শূন্যপদ রয়েছে। এদিকে যোগ্য তালিকায় আমাদের নাম থাকা সত্বেও, আজও আমরা বেকারত্ব থেকে মুক্তি পেলাম না। তাঁরা মুখ্যমন্ত্রীকে করজোড়ে আবেদন করেন নিয়োগ করার জন্যে।
The post মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যে বেকারত্ব কমেছে ৪০ শতাংশ, অন্যদিকে চাকরির দাবিতে পথে নেমেছেন হাজারো চাকরি প্রার্থী! appeared first on বিশ্ব বার্তা.


from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2PUv7NU

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন