করোনার কারণে রামমন্দিরের ‘ভূমি পূজন’-এর অতিথি তালিকায় কাটছাঁট, মূলমঞ্চে মোদি সহ পাঁচজন - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

করোনার কারণে রামমন্দিরের ‘ভূমি পূজন’-এর অতিথি তালিকায় কাটছাঁট, মূলমঞ্চে মোদি সহ পাঁচজন

নিউজ ডেস্ক: অবশেষে বিজেপির দীর্ঘদিনের নির্বাচনী ইস্যু পূরণ হতে চলেছে। অযোধ্যায় রামমন্দির নির্মাণের কাজ শুরু হতে চলেছে। তবে করোনার কারণে উৎসবের জাকজমকে অনেকটাই মার খেয়েছে। দেশে করোনার প্রকোপ ক্রমেই বাড়ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন। কঠিন এই পরিস্থিতিতে বুধবার অযোধ্যায় রাম মন্দিরের ‘ভূমি পূজন’ অনুষ্ঠানে অতিথি তালিকায় কাটছাঁট করা হল।
আগামী ৫ আগস্ট অযোধ্যায় রামমন্দিরের ‘ভূমি পূজন’-এর দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ঘোষিত হয়েছে অতিথি তালিকাও। প্রথমদিকে অতিথি তালিকা দীর্ঘ হলেও, করোনার কারণে তাতে কাটছাঁট করা হয়েছে। মূলমঞ্চে মাত্র পাঁচজন থাকবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আর মাত্র চারজন উপস্থিত থাকবেন। এরা হলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং মহন্ত নিত্য গোপাল দাস।
যদিও যখন দেশবাসীর নাজেহাল অবস্থা, তখন রামমন্দির নির্মাণের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। একাধিক টুইটের তিনি লিখেছেন, ‘এক হিন্দু ধর্মগুরু বলছেন, ৫ আগস্ট ভূমি পুজোর জন্য অশুভ দিন, তবু প্রধানমন্ত্রী জেদের বশে অমঙ্গল ডেকে আনার চেষ্টা করছেন। সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করার নামে বাড়াবাড়ি করতে গিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকজন নেতা করোনা সংক্রমিত হয়েছে। শুধু তাই নয়, রামমন্দিরের অধিকাংশ পুরোহিত করোনা পজেটিভ। উত্তরপ্রদেশের মন্ত্রী কমলা রানি বরুণ করোনা সংক্রামিত হয়ে মারা গিয়েছেন। তার উপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রেজাল্ট পজিটিভ এসেছে। এমন একটি গুরুতর পরিস্থিতিতে আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি অনুষ্ঠান বাতিল করুন।’
The post করোনার কারণে রামমন্দিরের ‘ভূমি পূজন’-এর অতিথি তালিকায় কাটছাঁট, মূলমঞ্চে মোদি সহ পাঁচজন appeared first on বিশ্ব বার্তা.


from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2EWDne4

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন