ব্রেকিং: প্রকাশিত হল ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ফল, দেখে নিন সম্পূর্ন তালিকা - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

ব্রেকিং: প্রকাশিত হল ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ফল, দেখে নিন সম্পূর্ন তালিকা

নিউজ ডেস্ক: অবশেষে প্রকাশিত হল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) সিভিল সার্ভিস পরীক্ষা-2019 সালের ফলাফল। আজই চুড়ান্ত রেজাল্ট প্রকাশ হয়েছে। প্রার্থীরা তাদের ফলাফল -upsc.gov.in এ যাচাই করতে পারেন।
প্রদীপ সিংহ সিভিল সার্ভিসেস পরীক্ষায় (সিএসই)-2019 সালে শীর্ষে রয়েছেন। দ্বিতীয় স্থান দখল করেছেন যতীন কিশোর। তৃতীয় স্থান অধিকারী করেছেন প্রতিভা ভার্মা।
এবছর মোট 829 জন পরীক্ষার্থী বিভিন্ন সিভিল সার্ভিসে নির্বাচিত হয়েছেন। সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত সিভিল সার্ভিসের মেইন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবং ফেব্রুয়ারি-আগস্টে ইন্টারভিউয়ের ভিত্তিতে মোট 829 জন পরীক্ষার্থী উত্তীর্ণ বলে ঘোষিত হয়েছে। যোগ্য প্রার্থীদের বেশিরভাগই (304) সাধারণ বিভাগ থেকে। নিচের তালিকাটি দেখুন-
• সাধারণ – 304
• EWS – 78
• ওবিসি – 251
• এসসি – 129
• এসটি – 67
যারা এখনও তাদের ফলাফল যাচাই করতে পারেন তারা এই পদক্ষেপগুলি অনুসরণ করতে পারেন- upsc.gov.in বা upsconline.nic.in ওয়েবসাইট ফলো করুণ। ফলাফল লিঙ্কে ক্লিক করুন। শংসাপত্রগুলি ব্যবহার করে লগ ইন করুন। ফলাফল স্ক্রিনে প্রদর্শিত হবে। এটি ডাউনলোড করুন এবং প্রিন্ট করে নিতে পারেন।

ইউপিএসসি প্রতি বছর ভারতীয় প্রশাসনিক পরিষেবা, ভারতীয় বিদেশী পরিষেবা, ভারতীয় পুলিশ পরিষেবা এবং অন্যান্য কেন্দ্রীয় পরিষেবাগুলিতে প্রার্থী বাছাইয়ের জন্য সিভিল সার্ভিস পরীক্ষা পরিচালনা করে।
নামের তালিকা দেখতে এখানে ক্লিক করূণ
The post ব্রেকিং: প্রকাশিত হল ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ফল, দেখে নিন সম্পূর্ন তালিকা appeared first on বিশ্ব বার্তা.


from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3ibi4nl

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন