কোনো রায় হল না, ঝুলেই রইল কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সিদ্ধান্ত, পরবর্তী শুনানি ১০ আগস্ট - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ১ আগস্ট, ২০২০

কোনো রায় হল না, ঝুলেই রইল কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সিদ্ধান্ত, পরবর্তী শুনানি ১০ আগস্ট

নিউজ ডেস্ক: ঝুলেই রইল কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সিদ্ধান্ত। আজ ফাইনাল টার্ম পরীক্ষা নিয়ে কোনও অন্তবর্তীকালীন রায় দিল না সুপ্রিম কোর্ট। আগামী ১০ অগস্ট মামলাটির ফের শুনানি হবে সর্বোচ্চ আদালতে।
ইউজিসির বাধ্যতামূলকভাবে চূড়ান্ত সেমেস্টার বা বর্ষের পরীক্ষা নেওয়ার যে নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে পড়ুয়াদের স্বার্থে খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিলেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩১ জন ছাত্রছাত্রী। তারই শুনানি ছিল আজ।
পড়ুয়াদের তরফের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, ‘ফাইনাল টার্মের পরীক্ষা বাতিলে স্বর্গ ভেঙে পড়বে না।’ অন্য আইনজীবী অলোক আলাখ শ্রীবাস্তব বলেন, বিহার এবং অসমের বন্যা কবলিত এলাকায় অনেক পড়ুয়া আটকে আছেন। তাঁদের স্বার্থে অন্তবর্তীকালীন রায় দেওয়া হোক।
যদিও শীর্ষ আদালতের ডিভিশনের বেঞ্চ অন্তর্বর্তী রায় দিতে অস্বীকার করে। কোর্ট বলে, ‘আমরা এই মুহূর্তে কোনও অন্তবর্তীকালীন রায় দেব না।’
The post কোনো রায় হল না, ঝুলেই রইল কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সিদ্ধান্ত, পরবর্তী শুনানি ১০ আগস্ট appeared first on বিশ্ব বার্তা.


from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/31bzwkE

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন