ভানু স্মরণে। - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বুধবার, ২৬ আগস্ট, ২০২০

ভানু স্মরণে।


ভানুর অভিনয়-জীবন শুরু হয় ১৯৪৭-এ, ‘জাগরণ’ ছবি দিয়ে। এরপর থেকেই অভিনয় জীবনের শুরু হয় তাঁর। ‘সাড়ে চুয়াত্তর’ মনে আছে আপনাদের? বলা যেতে পারে যে এই সিনেমার মাধ্যমেই ভানু দর্শকদের নিজের অভিনয়ের গুণে আকৃষ্ট করা শুরু করেন। আজ এই মহান অভিনেতার ১০০ তম জন্মদিন। তাঁর আসল নাম কি ছিল জানেন? আমরা সকলে তাকে কৌতুক অভিনেতা ভানু বলেই চিনি। কিন্তু তাঁর আসল নাম হল- সাম্যময় বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯২০ সালে, ঢাকায়।

অভিনয় ছিল ভানুর পেশা, পাসাপাশি নেশাও বটে।‘ভানু পেল লটারি’,‘যমালয়ে জীবন্ত মানুষ’,‘পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট’,‘৮০তে আসিও না’,‘মিস প্রিয়ংবদা’র মতন হিট হিট বাংলা সিনেমা উপহার দিয়েছেন তিনি আমাদের।

সমাজতন্ত্রের আদর্শে গভীর বিশ্বাসী ছিলেন ভানু, গর্ব করে বলতেন, ‘আমার মায়ের বাবা আমার নাম রেখেছিলেন সাম্যময়… আই অ্যাম আ কমিউনিস্ট, আই বেয়ার ইট ইন মাই নেম।’ আজও এই মানুষটি কৌতুক অভিনেতা হয়েই জায়গা জুরে রয়েছেন বহু সিনেমা প্রেমীদের জীবনে।

The post ভানু স্মরণে।। appeared first on Bharat Barta.


from বিনোদন – Bharat Barta https://ift.tt/2Yxuhv1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন