করোনার সাইডএফেক্ট! ৩ মাসে ৯০০০ কর্মী ছাঁটাই করেছে কগনিজ্যান্ট - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ১ আগস্ট, ২০২০

করোনার সাইডএফেক্ট! ৩ মাসে ৯০০০ কর্মী ছাঁটাই করেছে কগনিজ্যান্ট


এই সময় ডিজিটাল ডেস্ক: বিশ্বজোড়া করোনা অতিমারীর প্রভাব, মাত্র গত তিন মাসের মধ্যেই ৯০০০-এর বেশি করেছে মার্কিন আইটি সংস্থা কগনিজ্যান্ট। এপ্রিল থেকে জুন, এই তিন মাসের ফলাফল প্রকাশ করল করল কগনিজ্যান্ট। তাতেই এই তথ্য স্পষ্ট হয়ে সামনে এসেছে। কগনিজ্যান্টের প্রকাশিত এপ্রিল থেকে জুন মাসের রিপোর্টে দেখা যাচ্ছে যে এই তিন মাসের মধ্যে কোম্পানির কর্মী সংখ্যা কমেছে ১০,৫০০। গত ৩১ মার্চ গোটা বিশ্বে কগনিজ্যান্টের কর্মী সংখ্যা ছিল ২৯১৭০০। তা ৩০ জুনের মধ্যে কমে হয়েছে ২৮১২০০। কোম্পানির সিইও-দের কাছে কগনিজ্যান্টের সিইও জানান যে ১০.৫ শতাংশ কর্মী স্বেচ্ছায় এই কোম্পানি ছেড়ে চলে গিয়েছেন। কগনিজ্যান্টের মোট কর্মী সংখ্যার ১০.৫ শতাংশ মানে মোটামুটি ১১০০ জন কর্মী। এর অর্থ দাঁড়ায় ৯৪০০ জন কর্মচারীকে ছাঁটাই করেছে কগনিজ্যান্ট। কগনিজ্যান্টের সিইও ব্রায়ান হাম্পশায়ার জানিয়েছেন যে কর্মীদের পারফরমেন্স দেখেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আন্ডার পারফর্মার যাঁরা, তাঁদেরই পিংক স্লিপ ধরানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তবে এই ৯৪০০ জন কর্মীর সবাইকে পুরোপুরি ছাঁটাই করেনি বলে সূত্রের খবর। এদের মধ্যে অনেককেই অন্য ভেন্ডররে পে-রোলে পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে। এর আগে গত বছরের শেষের দিকে আর্থিক মন্দা ও ব্যবসায় ক্রমবর্ধমান ক্ষতির কারণে ১২০০০ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত জানিয়েছিল এই সংস্থা। সেই সময় কগনিজ্যান্ট নিজেদের কনটেন্ট মডারেশন ব্যবসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর ফলেই কাজ হারান প্রায় ৬০০০ কর্মী। সেইসঙ্গে সংস্থার উঁচু ও মাঝারি স্তর থেকে আরও কমপক্ষে ৬০০০ কর্মীকে ছাঁটাই করার কথাও জানানো হয়। ফেসবুকের সঙ্গে চুক্তি করে কনটেন্ট মডারেশনের ব্যবসা চালাত কগনিজ্যান্ট। সেই চুক্তি শেষ হয়ে যাওয়ার পরই তা বন্ধ করার সিদ্ধান্ত নেয় তারা। হায়দরাবাদে কগনিজ্যান্টের ৫০০ কর্মী কয়েকটি সংবেদনশীল বিষয় নিয়ে ভিডিয়ো করেন ফেসবুকে। এঁরাই মডারেশন ব্যবসার সঙ্গে যুক্ত। ফেসবুক অবশ্য তার আগেই বেশ কিছুদিন ধরে তাদের কনটেন্ট সম্পাদনা নিয়ে সমালোচনার মুখে পড়েছে। চলতি বছরের গোড়ায় অবশ্য ভারতে ২০ হাজারের বেশি ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ছাত্রছাত্রী নিয়োগ করার কথা জানায় এই মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা। ছাত্রছাত্রীদের ডিজিটাল প্রক্রিয়া ব্যবহারে দক্ষতা বৃদ্ধি পাওয়ার কারণেই এই বিপুল পরিমাণ কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নেয় সংস্থাটি। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড।


from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/3jZGbHl

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন