শীঘ্রই রাশিয়ার তৈরি করোনার টিকা ট্রায়াল হবে ভারতে - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

শীঘ্রই রাশিয়ার তৈরি করোনার টিকা ট্রায়াল হবে ভারতে


দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মঙ্গলবার বিশ্বের প্রথম করোনা প্রতিষেধক হিসাবে রেজিস্ট্রেশন করা হয়েছে রাশিয়ার ‘Sputnik V’-এর নাম। এরপরই এই দেশের ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান ডমিত্রেভের জানিয়েছেন বেশ কিছু দেশ এই প্রতিষেধক পাওয়ার জন্য অপেক্ষা করে আছে। গত বুধবার রাশিয়া সরকারের তরফ থেকে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়, বিশ্বের অন্তত ২০টি দেশ ‘Sputnik V’ পাওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে।
শুধু তাই নয় পরবর্তী সময়ে সংশ্লিষ্ট দেশগুলিতে এই প্রতিষেধকের তৃতীয় পর্যায়ের ট্রায়াল এবং উৎপাদনও শুরু করা হবে। এই দেশগুলির মধ্যে রয়েছে তুরস্ক, কিউবা, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল এমনকি ভারতও। ইতিমধ্যেই রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাই মুরাস্কো জানিয়েছেন ‘Sputnik V’-এর প্রথম ব্যাচ আসতে চলেছে আগামী ১৫ দিনের মধ্যেই। করোনা নামক মারণ ভাইরাসের প্রতিষেধক তৈরি করেছে রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি।
বাজারে টিকা ছাড়ার প্রসঙ্গে রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরশকো জানিয়েছেন, সামনের মাসেই টিকা ছাড়ার আদেশ ইতিমধ্যেই জারি হয়ে গিয়েছে। সেই অনুযায়ী দ্রুত গতিতে সম্পন্ন হচ্ছে টিকা উৎপাদনের কাজ। চলতি বছরের মধ্যেই তৈরি হতে পারে সাড়ে ৪ কোটিরও বেশি পরিমাণ প্রতিষেধকের ডোজ। তবে উল্লেখযোগ্য বিষয় হল প্রতিষেধক উৎপাদনের পাশাপাশি চলবে তৃতীয় পর্যায়ের ট্রায়ালও।
অন্যদিকে, এই প্রতিষেধক রেজিষ্ট্রেশনের পর রাশিয়ার তরফ থেকে দাবী করা হয় যে, ‘Sputnik V’-এর উৎপাদন ও ট্রায়ালের অংশীদার ভারতও। তবে ভারতের তরফ থেকে এই দাবী নাকচ করে দেওয়া হয়। এই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, “যে কোনও ট্রায়ালের জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হয়। এছাড়া, রুশ প্রতিষেধকের উৎপাদন ও ট্রায়ালের অংশীদারিত্ব নিয়ে সরকারি ভাবে দুই দেশের মধ্যে এখনও কোনও কথাই হয়নি।”
The post শীঘ্রই রাশিয়ার তৈরি করোনার টিকা ট্রায়াল হবে ভারতে appeared first on Bharat Barta.


from দেশ – Bharat Barta https://ift.tt/3kEWDxb

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন