নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েতে মাধ্যমিক পাশ যোগ্যতায় 4,499টি শূন্যপদে কর্মী নিয়োগ - Get Breaking & Latest Bengali News Online

Breaking

রবিবার, ২৩ আগস্ট, ২০২০

নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েতে মাধ্যমিক পাশ যোগ্যতায় 4,499টি শূন্যপদে কর্মী নিয়োগ

নিউজ ডেস্ক: চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর। মাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করবে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। একাধিক পদে মোট 4,499টি শূন্যপদে নিয়োগ করা হবে। ফিটার, ওয়েলডার, ইলেক্ট্রিশিয়ান, কার্পেন্টার, ডিজ়েল মেকানিক, মেসিনিস্ট, পেন্টার, টার্নার, রিফ্রিজেরেটার ও AC মেকানিক, ইলেক্ট্রনিক্স মেকানিক পদে নিয়োগ করা হবে। আগামী 15 সেপ্টেম্বর, 2020 পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

আসন সংখ্যা: মোট আসন শূন্যপদ 4,499টি। যার মধ্যে কাটিহার TDH ওয়ার্কশপ– 970, আলিপুরদুয়ার ওয়ার্কশপ– 493, রাঙ্গিয়া ওয়ার্কশপ– 435, লামডিং ওয়ার্কশপ– 1302, তিনসুকিয়া ওয়ার্কশপ– 484, নিউ বঙ্গাইগাও ওয়ার্কশপ– 539, ডিব্রুগড় ওয়ার্কশপ- 276

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীর নূন্যতম 50 শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ হতে হবে। সেই সঙ্গে আবেদনকারীর ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং-এর সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা: 01.01.2020 হিসাবে আবেদনকারীর বয়স সর্বনিম্ন 15 ও সর্বোচ্চ 24 বছর হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটে (www.nfr.indianrailways.gov.in) গিয়ে অনলাইনে আবেদন জমা করবেন। আবেদন জমা দেওয়া যাবে 15 সেপ্টেম্বর, 2020 পর্যন্ত। আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন। এক জন চাকরি প্রার্থী মাত্র একটি পদেই আবেদন করবেন।

আবেদন ফি: আবেদন করার জন্য আবেদনের ফি হিসাবে 100 টাকা লাগবে। অনলাইনেই ফি জমা দিতে হবে। SC, ST, PWD ও মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।

আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ: 15.09.2020

The post নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েতে মাধ্যমিক পাশ যোগ্যতায় 4,499টি শূন্যপদে কর্মী নিয়োগ appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3gmvhbF

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন