Gold Price On Wednesday: সব রেকর্ড ভেঙে বুধবার অগ্নিমূল্য সোনা-রুপো! - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বুধবার, ২২ জুলাই, ২০২০

Gold Price On Wednesday: সব রেকর্ড ভেঙে বুধবার অগ্নিমূল্য সোনা-রুপো!

এই সময় ডিজিটাল ডেস্ক : করোনার অনিশ্চয়তায় লাফিয়ে বাড়ছে সোনা ও রুপোর দাম। বুধবার ভারতের সোনার দাম তৈরি করল নয়া রেকর্ড। কঠিন অর্থনৈতিক পরিস্থিতি ও মুদ্রাস্ফীতির মধ্যে দাঁড়িয়ে চাহিদা বেড়েছে সোনার মতো ধাতুর। দিনের শুরুতে ১০ গ্রাম পাকা সোনার দাম গিয়ে দাঁড়ায় ৪৯,৯৯৬ টাকায়। ২০২০ সালে ২৮ শতাংশ লাভ হয়েছে এক্ষেত্রে। অন্যদিকে ক্রমাগত দাম বৃদ্ধিতে ভারতের খুচরো বাজারে কমেছে সোনার চাহিদা। বিশ্ব বাজারেও বুধবার ১ শতাংশেরও বেশি বাড়ল সোনার দাম। গত ৯ বছরে সর্বোচ্চ দাম বৃদ্ধি দেখল বিশ্ব বাজার। ভারতের সোনা আমদানি ২০১৯ সালের তুলনায় ২০২০ সালের জুন কোয়ার্টারে কমেছে ৯৬ শতাংশ। এই কোয়ার্টারে মাত্র ১৩ টন সোনা আমদানি করা সম্ভব হয়েছে। এপ্রিল এবং মে মাসে শিপমেন্ট বন্ধ হয়ে যাওয়ায় এই পতন দেখতে হয়েছে সোনার বাজারে। তবে শুধুমাত্র সোনাই নয়। বুধবার একধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে রুপোর দামও। ৬ শতাংশ বেড়ে কেজি প্রতি রুপোর দাম গিয়ে দাঁড়ায় ৬০,৭৮২ টাকায়। গত সাড়ে সাত বছরে এটাই সর্বোচ্চ দাম বৃদ্ধি। প্রসঙ্গত, গত সপ্তাহে বুধবার কলকাতার পাইকারি বাজারে ৫০ হাজার টাকার কাছাকাছি পৌঁছে যায় এই ধাতুর দাম। একইভাবে অগ্নিমূল্য হয় রুপোও। ভারতের স্বর্ণ ব্যবসায়ীদের বৃহত্তম সংগঠন ইন্ডিয়া বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন ()। মূলত মুম্বই ভিত্তিক এই সংগঠনের দেওয়া তথ্য অনুসারে, বুধবার সন্ধ্যায় ২৪ ক্যারেটের (৯৯৯% শুদ্ধ) প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৪৯ হাজার ২৫০ টাকা। আর ২২ ক্যারেট গিনি সোনার দাম ৪৯ হাজার ৫৩ টাকা। এ দিন রাতে ১ কিলোগ্রাম রুপোর বারের দাম দাঁড়িয়েছে ৫২ হাজার ১৯৫ টাকা। আরও পড়ুন : উল্লেখ্য, একদিকে লাফিয়ে দাম বাড়লেও বর্তমান পরিস্থিতিতে প্রায় নিরাপদ লগ্নির স্থান হিসেবে সোনাকে বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বাজার বিশেষজ্ঞরা। বর্তমানে এই মূল্যবান ধাতুতে লগ্নির নানা পথ খুলে গিয়েছে। ঘরে বসেই সোনায় লগ্নি খুবই সহজ হয়ে গিয়েছে। সোনা কেনার বিভিন্ন পথ আছে। এর মধ্যে সর্বাধিক পরিচিত এবং প্রথাগত পথ হল গয়না, কয়েন এবং বারের মাধ্যমে সোনা কিনে রাখা। এগুলি চোখে দেখা যায়। কিন্তু তা ছাড়াও সোনায় লগ্নির অন্যপথ হল গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ETF) এবং সভরেন গোল্ড বন্ডে (SGB) লগ্নি। এ ছাড়াও গোল্ড মিউচ্যুয়াল ফান্ডে লগ্নি করাও পথ আছে। এই সমস্ত গোল্ড মিউচ্যুয়াল ফান্ড আন্তর্জাতিক সোনার খনিগুলির শেয়ারে লগ্নি করে।


from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/30GLoeu

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন