বেতন বৈষম্য দূর করতে সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি শিক্ষক সংগঠনের - Get Breaking & Latest Bengali News Online

Breaking

রবিবার, ২৬ জুলাই, ২০২০

বেতন বৈষম্য দূর করতে সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি শিক্ষক সংগঠনের

নিউজ ডেস্ক: অনেকদিন ধরেই বেতন বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছেন রাজ্যের গ্র্যাজুয়েট শিক্ষকরা। কলকাতা হাইকোর্ট এই বিষয়ে হস্তক্ষেপ করলেও রাজ্য সরকারের তরফে তেমন কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এই অবস্থায় সমস্যার সমাধান করতে সরাসরি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে চিঠি পাঠালেন গ্রাজুয়েট শিক্ষকরা। শুক্রবার চিঠির মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের বঞ্চনার কথা তুলে ধরলেন তাঁরা। মুখ্যমন্ত্রী তাদের দাবি বিবেচনা করবেন, সেই বিষয়ে আশাবাদী শিক্ষক সংগঠন৷
রাজ্যের গ্র্যাজুয়েট শিক্ষকদের বেতন বৈষম্যের অভিযোগ দীর্ঘ দিনের। বিভিন্নভাবে নিজেদের দাবি জানিয়েও কোনও সুরাহা মেলেনি। ইতিমধ্যে পে কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে তারা। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। সেই মামলার ভিত্তিতে চলতি বছরের ২ মার্চ আদালতের ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়েছে, দু’সপ্তাহের মধ্যে এফিডেভিট-সহ কমপ্রিহেনসিভ রিপোর্ট জমা করতে হবে পে কমিশনকে। শিক্ষক সংগঠনের তরফেও কমপ্রিহেনসিভ রিপোর্ট জমা করার কথা বলা হয়েছে। তবে তাতেও পে কমিশনের তরফে কোনও সদর্থক জবাব মেলেনি বলেই জানা গেছে। এর বিরুদ্ধে ক্ষোভও দেখিয়েছেন গ্র্যাজুয়েট শিক্ষকরা।
রাজ্যের গ্র্যাজুয়েট শিক্ষকদের দাবি, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সর্ব ভারতীয় টিজিটি স্কেল না দেওয়ায় পশ্চিমবঙ্গ তো বটেই সারা ভারতের নিরিখেও চুড়ান্ত বেতন বৈষম্যের শিকার হচ্ছেন রাজ্যের গ্র‍্যাজুয়েট ক‍্যাটেগরীর শিক্ষকেরা।
উল্লেখ্য, সর্বভারতীয় টিজিটি স্কেল না দেওয়ায় বেড়েই চলেছে পাস ক্যাটাগরির শিক্ষকদের সঙ্গে পিজি ক্যাটাগরির শিক্ষকদের বেতনের পার্থক্য। কেন্দ্রীয় সরকারের নিয়মানুসারে একজন টিজিটি শিক্ষক ও পিজি শিক্ষকের মধ্যে বেতনের পার্থক্য ২,৭০০ টাকা থাকার কথা। সেখানে এরাজ্যে সেই পার্থক্য দশ হাজার অতিক্রম করতে চলেছে।
The post বেতন বৈষম্য দূর করতে সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি শিক্ষক সংগঠনের appeared first on বিশ্ব বার্তা.


from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/331WsFs

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন