নিউজ ডেস্ক: কয়েকদিন আগেই উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। অনেকেই সাংসারিক প্রতিকূলতাকে জয় করে অসাধারণ সাফল্য পেয়েছে। তারই মধ্যে অন্যতম পুরাতন মালদার যাত্রাডাঙা গ্রাম পঞ্চায়েতের পোপড়া গ্রামের বাসিন্দা প্রাণগোবিন্দ মণ্ডল। উচ্চ মাধ্যমিক অসাধারণ ফল করে সবার নজর কেড়েছে প্রাণগোবিন্দ।
ছোট থেকেই দারুণ মেধাবী ছিল প্রাণগোবিন্দ। উচ্চ মাধ্যমিকে প্রাণগোবিন্দর প্রাপ্ত নম্বর বাংলায় ৯৫, ইতিহাসে ১০০, শিক্ষাবিজ্ঞানে ১০০, ভূগোলে ১০০ ও সংস্কৃতে ১০০৷ মোট নম্বর ৪৯৫। শতাংশের হিসাবে ৯৯। পোপড়া ঈশ্বরলাল হাইস্কুল থেকে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রাজ্যের মধ্যে সম্ভাব্য পঞ্চম স্থান অধিকার করেছে সে।
বাবা পুতুল মণ্ডল হলেন কৃষক এবং মা নিভা মণ্ডলও জমিতে চাষের কাজ করেন। অভাবের সংসারে প্রাণগোবিন্দকেও মাঠে গিয়ে চাষের সাহায্যও করতে হয়। বড় দুই দিদির বিয়ে হয়ে গেছে এবং একটি ছোট ভাই আছে। ছেলের এই সাফল্যে গর্বিত মা বলেন, ‘সংসারের সমস্ত প্রতিকূলতাকে জয় করে আমার ছেলে যেভাবে এগিয়ে গেছে, তাঁর জন্য আমরা খুবই গর্বিত’।
নিজের এই সাফল্যে দারুণ খুশি প্রাণগোবিন্দ। লক্ষ্য এবার আইএএস জোর গলায় জানায় সে। প্রাণগোবিন্দ জানিয়েছে, ‘মাঠের কজা সেরে বাড়িতে এসে লোকজন দেখে একটু অবাক হয়েছিলাম। তবে আমি খুবই খুশি এই ফলে। আমার এই সাফল্যের পেছনে আমার বাবা-মা, দিদি, শিক্ষক এবং শিখিকাদের অবদান অনস্বীকার্য। আমার লক্ষ্য আইএএস। আইএএস অফিসার হয়ে ভবিষ্যতে মানুষের জন্য কাজ করতে চাই’।
The post সাংসারিক প্রতিকূলতাকে জয় করে রাজ্যের মধ্যে পঞ্চম প্রাণগোবিন্দ, লক্ষ্য এবার আইএএস appeared first on বিশ্ব বার্তা.from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2CNFaBr
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন