রঙিন টিভি সেটের আমদানিতে বিধিনিষেধ জারি ভারতে, ফল ভুগবে চিন - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

রঙিন টিভি সেটের আমদানিতে বিধিনিষেধ জারি ভারতে, ফল ভুগবে চিন


এই সময় ডিজিটাল ডেস্ক: রঙিন টিভি সেটের জারি করল ভারত। দেশিয় প্রযুক্তিতে তৈরি টিভি বিক্রি বাড়াতে এই পদক্ষেপ করা হয়েছে। পাশাপাশি চিনের মতো বিভিন্ন দেশ থেকে নিত্য প্রয়োজনীয় নয় এমন জিনিসের আমদানি কমানোর লক্ষ্যে এটি একটি তাত্‍‌পর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেডের (DGFT)-এর ৩০ জুলাইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'রঙিন টিভির আমদানি নীতিতে সংশোধন করা হয়েছে। ফ্রিতে রঙিন টিভির আমদানি বন্ধ করে তার উপর বিধিনিষেধ জারি করা হয়েছে।' ৩৬ ইঞ্চি থেকে ১০৫ ইঞ্চি - সব স্ক্রিনের রঙিন টিভির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই বিধিনিষেধের আওতায় থাকছে ৬৩ সেন্টিমিটারের নীচের এলসিডি টিভিও। কোনও জিনিসের আমদানি বিধিনিষেধের ক্যাটেগরিতে ফেলার অর্থ, সেই জিনিসের আমদানিকারীকে বাণিজ্য মন্ত্রকের DGFT থেকে আমদানির জন্য লাইসেন্স পেতে হবে। ভারতে সবচেয়ে বেশি রঙিন টিভি রফতানি করে চিন। যে দেশগুলি থেকে টিভি আসে ভারতে, চিনের পরেই সেই দেশগুলির মধ্যে উল্লেখযোগ্য নামগুলি হল, ভিয়েতনাম, মালয়েশিয়া, হং কং, কোরিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও জার্মানি। ২০১৯-২০ আর্থিক বছরে ৭৮১ মিলিয়ন ডলারের রঙিন টিভি আমদানি করেছে ভারত। তার মধ্যে ভিয়েতনাম ও চিন থেকে যথাক্রমে ৪২৮ মিলিয়ন ডলার ও ২৯৩ মিলিয়ন ডলারের রঙিন টিভি আমদানি করা হয়েছে। কেন্দ্রের এই পদক্ষেপে আশার আলো দেখছেন প্যানাসনিক ইন্ডিয়ার CEO তথা সভাপতি মণীশ শর্মা। তিনি বলেছেন, 'নিশ্চয়ই অন্তর্দেশীয় উত্‍‌পাদনের ক্ষেত্রে এই পদক্ষেপের ইতিবাচক প্রভাব পড়বে। লিডিং ব্র্যান্ডগুলি ইতোমধ্যেই দেশে উত্‍‌পাদন শুরু করেছে।' এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করন। এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে। এই সময় ডিজিটালের লাইফস্টাইল সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে। জীবন গড়ার দিশারি এই সময় ডিজিটাল। চাকরি বা শিক্ষা সংক্রান্ত লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল। জাস্ট একটা ক্লিক এখানে।


from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/3fgOUkE

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন