করোনার মাঝেও চলছে শিক্ষকদের প্রাইভেট টিউশনি, বিস্তারিত জানতে চেয়ে ১০টি স্কুলকে চিঠি - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

করোনার মাঝেও চলছে শিক্ষকদের প্রাইভেট টিউশনি, বিস্তারিত জানতে চেয়ে ১০টি স্কুলকে চিঠি

নিউজ ডেস্ক: শিক্ষার অধিকার আইনে স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশনি করা পুরোপুরি নিষিদ্ধ। তারপরেওআলিপুরদুয়ার জেলার সরকার প্রষিত একাধিক স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে প্রাইভেট টিউশন করার অভিযোগ উঠেছে। এ নিয়ে আলিপুরদুয়ার জেলা শিক্ষা দপ্তর ইতিমধ্যেই ইমেইল পাঠিয়ে ১০টি স্কুল কর্তৃপক্ষের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। অভিযোগ রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশ অমান্য করে আলিপুরদুয়ার এবং কুমারগ্রাম ব্লকে কয়েকটি স্কুলের শিক্ষক-শিক্ষিকার করোনা পরিস্থিতির মাঝেও প্রাইভেট টিউশনি করছেন। একই অভিযোগ উঠছে বেশ কিছু সরকারি বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধেও।
জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) আসানুল করিম এই বিষয়ে বলে, শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানোর বিষয়ে আমাদের কাছে বেশ কিছু অভিযোগ এসেছিল। তাই প্রাইভেট টিউশনি করা নিয়ে প্রাথমিক পর্যায়ে ১০টি স্কুলের কাছে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে।

প্রাইভেট টিউশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আলিপুরদুয়ার জেলা কমিটির সভাপতি সুব্রত রায় বলেন, গৃহশিক্ষকরা প্রচন্ড সমস্যার মধ্যে রয়েছেন। অন্যদিকে স্কুল শিক্ষকরা চুটিয়ে প্রাইভেট টিউশনি করছেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জেলা শাসক, মহকুমা শাসক এবং শিক্ষা দপ্তরের কাছে অভিযোগ জানিয়েছি। এদিকে শিক্ষকদের প্রাইভেট টিউশনি বন্ধ করার দাবিতে আলিপুরদুয়ার যুব কংগ্রেস স্কুল গেটের সামনে পোস্টের সাঁটাচ্ছে।
The post করোনার মাঝেও চলছে শিক্ষকদের প্রাইভেট টিউশনি, বিস্তারিত জানতে চেয়ে ১০টি স্কুলকে চিঠি appeared first on বিশ্ব বার্তা.


from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2D0J4XM

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন