ব্রেকিং: কলা, বাণিজ্য এবং বিজ্ঞান শাখার বিভাজন আর থাকছে না - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

ব্রেকিং: কলা, বাণিজ্য এবং বিজ্ঞান শাখার বিভাজন আর থাকছে না

নিউজ ডেস্ক: আজই নতুন শিক্ষানীতি গৃহীত হল। ফলে ব্যাপক পরিবর্তন হচ্ছে পাঠ্যক্রমের। নতুন শিক্ষা নীতিতে, কলা, বাণিজ্য এবং বিজ্ঞান শাখার মধ্যে কোনও বাঁধাধরা বিভাজন আর থাকছে না। এবার থেকে শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী একাধিক শাখার অধীনস্থ বিষয় নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারবে।

অর্থাৎ কোনো পড়ুয়া চাইলে একইসঙ্গে কলা বিভাগের বিষয়ের সঙ্গে বাণিজ্য ও বিজ্ঞান শাখার অন্তর্গত বিষয়ও পড়তে পারবে। পাঠ্যসূচিতে ইচ্ছে মতো ক্রীড়া ও বৃত্তিমূলক বিষয়ও রাখা যাবে।

বর্তমান চালু শিক্ষা ব্যবস্থায় পড়ুয়াদের একই সঙ্গে বিভিন্ন শাখা থেকে বিষয় নির্বাচনের সুবিধা দেওয়া হয় না। ফলে কেউ ইচ্ছা করলেই গণিত বিষয়ের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান পড়তে পারেন না। অনেককেই অনিচ্ছা সত্ত্বেও নানান বিষয় পড়তে হয় যার এক নেতিবাচক প্রভাব ফেলে। সেই ব্যবস্থার অবসান ঘটল নতুন শিক্ষা ব্যবস্থায়।
The post ব্রেকিং: কলা, বাণিজ্য এবং বিজ্ঞান শাখার বিভাজন আর থাকছে না appeared first on বিশ্ব বার্তা.


from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3hSFXA3

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন