VAT কমালেন কেজরি, দিল্লিতে ডিজেল লিটারে ৮ টাকা সস্তা! বাকি মেট্রো শহরে দাম কত? - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

VAT কমালেন কেজরি, দিল্লিতে ডিজেল লিটারে ৮ টাকা সস্তা! বাকি মেট্রো শহরে দাম কত?


এই সময় ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরেই মাত্রাতিরিক্ত হারে বেড়েছে ডিজেলের দাম। প্রথা অনুযায়ী দেশে বেশি থাকে ডিজেলের থেকে। কিন্তু দিনকয়েক আগে প্রথমবার দিল্লিতে পেট্রলের থেকে দামি হয়ে গিয়েছে ডিজেল। সেই অবস্থাই বজায় ছিল বেশ কয়েকদিন ধরে। এ বার দিল্লিবাসীকে স্বস্তি দিতে সুরাহার পথ বের করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভ্যাট কমিয়ে এক ধাক্কায় রাজধানীতে ডিজেলের দাম লিটারে ৮ টাকারও বেশি কমিয়ে দিলেন। বৃহস্পতিবার বাকি মেট্রো শহরগুলিতে পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিতই রয়েছে। এ দিন কেজরিওয়াল ঘোষণা করেন, ডিজেলের ভ্যালু অ্যাডেড ট্যাক্স কমিয়ে ১৬.৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত দিল্লিতে ডিজেলের উপর VAT দিতে হত ৩০ শতাংশ। ভ্যাট কমানোর ফলে রাজধানীতে এক ধাক্কায় লিটারে ৮.৩৬ টাকা সস্তা হয়ে গিয়েছে ডিজেল। বর্তমানে দিল্লিতে ডিজেলের দাম লিটারপিছু ৮১.৯৪ টাকা। যা পেট্রলের থেকে (লিটারে ৮০.৪৩ টাকা) অনেকটাই বেশি। বৃহস্পতিবার ভোর ৬টা থেকেই দিল্লিতে চালু হয়েছে নয়া দাম। এ দিকে, পরপর দু দিন ডিজেলের দাম বাড়লেও সোম, মঙ্গল ও বুধবারের পর বৃহস্পতিবারই আর বাড়েনি জ্বালানির দাম। এ দিন ডিজেল ও পেট্রলের দাম অপরিবর্তিত রাখারই সিদ্ধান্ত নেয় সরকারি তেল সংস্থাগুলি। চলতি মাসে ইতোমধ্যেই ১০ বার ডিজেলের দাম বেড়েছে। তবে টানা ৩২ দিন অপরিবর্তিত রয়েছে পেট্রলের দাম। চার মেট্রো শহরে লিটারপিছু পেট্রল ও ডিজেলের দাম কী, তা দেখে নেওয়া যাক একনজরে...
শহর পেট্রলের দাম (₹/লিটার) ডিজেলের দাম (₹/লিটার)
কলকাতা 82.10 77.04
দিল্লি 80.43 81.94
মুম্বই 87.19 80.11
চেন্নাই 83.63 78.86
গত রবিবার ডিজেলের দাম আরও বাড়ায় রাজধানীতে ডিজেলের দাম লিটারপিছু হয় ৮১.৯৪ টাকা। পেট্রলের দাম হয় লিটারে ৮০.৪৩ টাকা। কলকাতায় গত রবিবার ডিজেলের দাম ছিল লিটারপিছু ৭৭.০৪ টাকা। পেট্রলের দাম লিটারে ৮২.১০ টাকাই ছিল। এর পর আর দাম বাড়েনি। সোম, মঙ্গল, বুধবারের পর এই দামই অপরিবর্তিত রয়েছে বৃহস্পতিবারও। ৮২ দিনের লকডাউনে বিরতি পেরিয়ে ৭ জুন থেকে ফের ঊর্ধ্বমুখী হতে শুরু করে জ্বালানির দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ওঠানামা ও মার্কিন ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দামের গতিবিধির উপর ভিত্তি করে প্রতিদিন পেট্রল ও ডিজেলের দাম নির্ধারণ করে তেল কোম্পানিগুলি। প্রতিদিন সকাল ৬টা থেকে কার্যকর করা হয় নির্ধারিত দাম। লকডাউনের সময় থেকে উত্তরোত্তর বেড়ে চলে জ্বালানির দাম। গত কয়েকদিনে সেই ঊর্ধ্বগতি কিছুটা স্তব্ধ হলেও একটু একটু করে বেড়েই চলেছে ডিজেলের দাম। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করন। এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে। এই সময় ডিজিটালের লাইফস্টাইল সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে। জীবন গড়ার দিশারি এই সময় ডিজিটাল। চাকরি বা শিক্ষা সংক্রান্ত লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল। জাস্ট একটা ক্লিক এখানে।


from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/3gdMuos

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন