নিউজ ডেস্ক: অবশেষে চাকরি পাকা হল রাজ্যের ১২ হাজার অতিথি অধ্যাপকদের। রাজ্যের কলেজগুলির অতিথি অধ্যাপকদের নিয়োগ সম্পর্কিত সমস্যার সমাধান করল রাজ্য উচ্চশিক্ষা দপ্তর। ফলে সব মিলিয়ে প্রায় ১২ হাজার অতিথি অধ্যাপকদের চাকরি সুনিশ্চিত হয়ে গেল। এর ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে তাঁদের বর্ধিত হারে বেতন পেতে আর কোনো জটিলতা থাকল না।
এতদিন রাজ্যের প্রায় ৮ হাজার ৫০০ জন অতিথি অধ্যাপক ক্লাস পিছু ভাতা পেতেন। কলেজগুলি, তাঁদের নিজস্ব তহবিল থেকেই এই ভাতা দিত। তাছাড়া ২ হাজার ৯১৬ জন পার্ট টাইমার পেতেন প্রায় ১৯ হাজার টাকা করে এবং ৫০০ চুক্তিভিত্তিক শিক্ষক পেতেন ২৫ হাজার টাকার মতো। এবার থেকে রাজ্য সরকারই তাঁদের সাম্মানিক দেবে। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার নিরিখে অতিথি অধ্যাপকদের স্যাক্ট-১ এবং স্যাক্ট-২ ক্যাটিগরিতে ভাগ করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ইউজিসির যোগ্যতামান না থাকা ১০ বছরের কম অভিজ্ঞ স্যাক্টদের ন্যূনতম বেতন ২০ হাজার টাকা। যাদের যোগ্যতামান থাকলে আছে কিন্তু ১০ বছরের কম অভিজ্ঞ, তাঁরা পাবেন ২৫ হাজার টাকা। ১০ বছরের বেশি অভিজ্ঞ কিন্তু ইউজিসির নির্দিষ্ট যোগ্যতামান না থাকা শিক্ষকরা পাবেন ৩১ হাজার টাকা। ১০ বছরের পুরনো এবং ইউজিসির যোগ্যতামান পেরনো শিক্ষকরা মাসে ৩৫ হাজার টাকা করে পাবেন।
সব কলেজ মিলিয়ে ১২ হাজার শিক্ষকের মধ্যে উদ্বৃত্ত প্রায় ৭০০ অতিথি শিক্ষককে অন্যত্র বদলির সিদ্ধান্ত হয়েছিল। তবে অতিথি শিক্ষক এবং কলেজগুলির দাবি মেনে সেই সিদ্ধান্ত থেকে সরে এল রাজ্য। শুক্রবার এক নির্দেশিকায় তাঁদের প্রত্যেককে নিজ নিজ কলেজে নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে। যাঁরা উদ্বৃত্ত ছিলেন না, তাঁদের এনগেজমেন্ট লেটার দেওয়ার কাজও শেষ হয়েছে।
The post চাকরি পাকা হয়ে গেল রাজ্যের ১২ হাজার অতিথি অধ্যাপকের, উদ্বৃত্ত ৭০০ অতিথি অধ্যাপকের সমস্যাও মিটল appeared first on বিশ্ব বার্তা.from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3fM8N4b
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন