করোনা পরিস্থিতিতে পিপিআর পিপিএসের ফিজ হ্রাস করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ - Get Breaking & Latest Bengali News Online

Breaking

রবিবার, ১৯ জুলাই, ২০২০

করোনা পরিস্থিতিতে পিপিআর পিপিএসের ফিজ হ্রাস করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

নিউজ ডেস্ক: গতকালকে রেজাল্ট প্রকাশের সময় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতির ঘোষণা মতোই ফলাফলের উপর স্কুটিনি ও রিভিউ করার রেট কমানোর নোটিফিকেশন করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আজ কিছুক্ষণ আগেই সংসদ ওয়েবসাইটে এই নির্দেশিকা প্রকাশিত হয়। পিপিআর এর জন্য ৭৫ টাকা ও পিপিএসের জন্য ৫০ টাকা রেট ধার্য করা হয়। গতবছর এটি যথাক্রমে ১০০ ও ৬০ টাকা ছিলো।
পিপিআর ও পিপিএস অনলাইন মাধ্যমে এই পদ্ধতিতে আবেদন করা যাবে। আগামী ৩১শে জুলাই মধ্যরাত থেকে এই অনলাইন আবেদনের সুযোগ পাওয়া যাবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য অতিশীঘ্রই প্রকাশ করবে সংসদ।

The post করোনা পরিস্থিতিতে পিপিআর পিপিএসের ফিজ হ্রাস করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ appeared first on বিশ্ব বার্তা.


from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3fLRi40

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন