নিউজ ডেস্ক: মাত্র ৫ মাস আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন বীরাপ্পনের মেয়ে বিদ্যা রানি। সেই বীরাপ্পনের মেয়েকেই এবার বড় পদ দিল বিজেপি। তাঁকে একেবারে তামিলনাড়ু বিজেপির যুব মোর্চার সহ-সভাপতি করে দেওয়া হল। মাত্র কয়েক মাসের মধ্যেই দলের এত বড় পদ পেয়ে উচ্ছ্বসিত বিদ্যা। তাঁর বয়স এখন ২৯ বছর। এই ব্যাপারে বিদ্যা বলেন, তাঁর মূল উদ্দেশ্য হল সমাজসেবা। তিনি কোনও ধর্মে বিশ্বাস করেন না। তিনি কেবল মানবতায় বিশ্বাস করেন।
বিজেপির সাধারণ সম্পাদক মুরলীধর রাও এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পন রাধাকৃষ্ণণের হাত ধরে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিদ্যা বিজেপিতে যোগ দেন। তিনি তখন বলেছিলেন, তিনি আমজনতার জন্য কাজ করতে চান। এর মধ্যেই আইনে স্নাতক হয়েছেন বিদ্যা। বর্তমানে তামিলনাড়ুর কৃষ্ণাগরিতে একটি স্কুল চালান তিনি।
উল্লেখ্য, ২০০৪ সালে পুলিশি এনকাউন্টারে কুখ্যাত চন্দন দস্যু বীরাপ্পান নিহত হয়। বীরাপ্পান বহু দশক ধরে কর্ণাটক ও তামিলনাড়ুতে তার অপরাধগুলির জন্য কুখ্যাত ছিল। হাতির দাঁত পাচারের জন্য কয়েকশো হাতিকে হত্যা করেছিল বীরাপ্পান। বছরের পর বছর জঙ্গলে কেলেঙ্কারি করা বীরাপ্পান শেষে একটি এনকাউন্টারে মারা যায়।
The post তামিলনাড়ু বিজেপির যুব মোর্চার সহ-সভাপতি হলেন চন্দন দস্যু বীরাপ্পানের মেয়ে appeared first on বিশ্ব বার্তা.from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/30tt6gs
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন