বাংলায় ১ কোটি ৩৬ লক্ষ কর্মসংস্থান হয়েছে, বেকার কমেছে ৪০ শতাংশ: মুখ্যমন্ত্রী - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

বাংলায় ১ কোটি ৩৬ লক্ষ কর্মসংস্থান হয়েছে, বেকার কমেছে ৪০ শতাংশ: মুখ্যমন্ত্রী

নিউজ ডেস্ক: বাংলায় ১ কোটি ৩৬ লক্ষ কর্মসংস্থান হয়েছে, দাবি করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রীবললেন, ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্পে আমরা প্রায় ৫২০টা ক্লাস্টার তৈরি করেছি, ৬৫টা ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করেছি। এছাড়াও বাংলাশ্রী প্রকল্পে অনেক ক্ষুদ্র শিল্পকে আমরা ভবিষ্যতে ইনসেন্টিভ দেব। কর্মসাথী প্রকল্পে এক লক্ষ বেকার যুবক যুবতীকে ঋণ দেব। রাজারহাটে নির্মীয়মাণ বেঙ্গল সিলিকন হাব এবং বানতলায় লেদার কমপ্লেক্স তৈরি হচ্ছে। এগুলোতে পাঁচ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। হাওড়া জেলাতেও নানান ক্লাস্টারে আরও পাঁচ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। সারাদেশে যখন বেকারত্বের হার ৪৫ শতাংশ বেড়ে গেছে সেখানে বাংলায় তা ৪০ শতাংশ কমে গেছে। এটা নিয়ে গর্ব করবেন না আপনারা? শুধু মিথ্যে কথা বলবেন? শুধু মিথ্যে কথা বললে হবে৷ বাংলায় এক কোটি ৩৬ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে।’

এছাড়া আজ ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বড় ঘোষণা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভা ভোটের আগে ইস্তেহার যেন প্রকাশ করল রাজ্যের শাসকদল! ভার্চুয়াল সভা থেকে মুখ্যমন্ত্রীর আশ্বাস, “আমাদের সরকার ক্ষমতায় থাকলে বাংলার মানুষ সারা জীবন ফ্রিতে রেশন এবং পড়াশোনার সুযোগ পাবেন।”
The post বাংলায় ১ কোটি ৩৬ লক্ষ কর্মসংস্থান হয়েছে, বেকার কমেছে ৪০ শতাংশ: মুখ্যমন্ত্রী appeared first on বিশ্ব বার্তা.


from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2OMimUS

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন