আর মাত্র ২ সপ্তাহের অপেক্ষা, রাশিয়া নিয়ে আসছে করোনার টিকা - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

আর মাত্র ২ সপ্তাহের অপেক্ষা, রাশিয়া নিয়ে আসছে করোনার টিকা


বিশ্বে প্রথম করোনা ভ্যাকসিন আনতে চলেছে রাশিয়া। আগামী দুই সপ্তাহের মধ্যেই এই ভ্যাকসিন বাজারে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে রাশিয়ান বিজ্ঞানীরা। এই দেশের প্রশাসনিক কর্তারা আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন-কে জানিয়েছেন, মস্কোর জেমেলিয়া ইনস্টিটিউটের বিজ্ঞানীরা দিনরাত পরিশ্রম করে এই ভ্যাকসিন তৈরী করেছেন, যা ১০ অগাস্ট বা তার আগে বাজারে আনার চেষ্টা করা হচ্ছে। আর বাজারে এলে সবার আগে স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এছাড়া সিএনএনকে রাশিয়ার স্বাস্থ্যসচিৰ কিরলি দিমিদ্রীভ ১৯৫৭ সালের স্পুটনিক উপগ্রহ উৎক্ষেপণের সাথে তুলনা করে বলেন যে ঐতিহাসিক দিনের সামনে দাঁড়িয়ে আছে রাশিয়া। এদিকে বিশ্বের অন্যান্য দেশের বিজ্ঞানীরা এই ভ্যাকসিন নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন। কারণ রাশিয়া এখনও পর্যন্ত কোনো বৈজ্ঞানিক তথ্য বা ট্রায়ালের সফলতার কথা সামনে আনেনি।
যদিও রাশিয়া অবশ্য দাবি করছে যে রাশিয়ান সেনাদেরকে দিয়েই এই ভ্যাকসিন ট্রায়ালের জন্য স্বেচ্ছাসেবক হিসাবে নিযুক্ত করা হয়েছে। এই ভ্যাকসিন নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন রয়েছেন বিশ্বের অন্যান্য দেশের গবেষকরা। তবুও যদি রাশিয়ান বিজ্ঞানীদের এই বিশ্বাস সত্যি হয় তাহলে এই ভ্যাকসিন হবে বিশ্বের মধ্যে প্রথম অনুমোদিত করোনা ভ্যাকসিন।
The post আর মাত্র ২ সপ্তাহের অপেক্ষা, রাশিয়া নিয়ে আসছে করোনার টিকা appeared first on Bharat Barta.


from আন্তর্জাতিক – Bharat Barta https://ift.tt/2BFOQxd

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন