দীর্ঘদিন লকডাউনের জের, ধারাবাহিক ‘রাণী রাসমণি’ এবার কি বন্ধ হয়ে যাবে! - Get Breaking & Latest Bengali News Online

Breaking

মঙ্গলবার, ২ জুন, ২০২০

দীর্ঘদিন লকডাউনের জের, ধারাবাহিক ‘রাণী রাসমণি’ এবার কি বন্ধ হয়ে যাবে!

কৌশিক পোল্ল্যে: বেশ কয়েকদিন ধরেই স্টুডিওপাড়ায় গুঞ্জন উঠেছিল জি বাংলার দুই জনপ্রিয় ধারাবাহিক এবার বন্ধ হতে যেতে বসেছে। সবচেয়ে অবাক করা বিষয়, টিআরপি’র নিরিখে এই ধারাবাহিক দুটির জি’এর অন্যতম লোকপ্রিয় মেগাসিরিয়াল। প্রথমটি ‘করুণাময়ী রাণী রাসমনি’ ও দ্বিতীয়’টি ‘নেতাজি’। এই দুই আড়ম্বরপূর্ন সেট-আপে লকডাউন পরবর্তীতেও কম লোক নিয়ে কাজ করা সম্ভব নয় তার উপর দুটি নতুন ধারাবাহিক ‘কাদম্বিণী’ ও ‘ক্ষীরের পুতুল’কে শ্লট দিতে পুরোনো দুটি ধারাবাহিক বন্ধ হবে এমন খবরই পাওয়া গিয়েছিল।

তবে বাধ সাধলো জনপ্রিয়তা। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম সেরা টিআরপি হোল্ড করছে ‘রাণী রাসমণি’। লকডাউনের দিনগুলিতে পুরোনো এপিসোডের পুনঃপ্রচার চললেও এর জনপ্রিয়তার এতটুকু কমতি নেই ফলে সিরিয়াল বন্ধ করলে ক্ষতির মুখেই পড়বে জি বাংলা সেই সম্ভাবনাই প্রবল, কাজেই মতবদল করতে হল চ্যানেল কর্তৃপক্ষকে।

চ্যানেলের হেড সম্রাট ঘোষ স্পটই জানিয়ে দিলেন, লকডাউনের পরও হুট করে শেষ হবে না এই ধারাবাহিক। এরকম একটি আড়ম্বরপূর্ন ধারাবাহিক জি’এর ঐতিহ্য, সেই বাঙালি দর্শকদের আবেগের ও প্রানের শো হয়ে উঠেছে এটি। কাজেই এই সিরিয়ালের বন্ধের প্রশ্নই উঠছে না। প্রসঙ্গত উল্লেখ্য, রাণী রাসমনি ওরফে দিতিপ্রিয়া হয়ে উঠেছেন বাঙালির ঘরের মেয়ে।

যদিও ‘নেতাজি’ নিয়ে এখনও কোনো বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়নি। নতুন সিরিয়ালকে শ্লট দিতে ‘ত্রিনয়ণী’ ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনাই প্রবল যদিও স্পট করে কিছুই জানায়নি কর্তৃপক্ষ। তবে আপনার প্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমনি’ এখনই বন্ধ হচ্ছে না সে বিষয়ে নিশ্চিত থাকুন।

The post দীর্ঘদিন লকডাউনের জের, ধারাবাহিক ‘রাণী রাসমণি’ এবার কি বন্ধ হয়ে যাবে! appeared first on Bharat Barta.



from বিনোদন – Bharat Barta https://ift.tt/3gJC0xM

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন