নিউজ ডেস্ক: দেশজুড়ে চলছে লকডাউন। তারপরেও কমছে না করোনা সংক্রমণের হার। এই অবস্থায় আরও এক মাসের জন্য বাড়ল লকডাউনের মেয়াদ। ৩০ জুন পর্যন্ত চলবে পঞ্চম দফার লকডাউন। রাত ৯ থেকে ভোর ৫ পর্যন্ত জারি থাকবে কার্ফু। তবে অনেক কিছুতেই ছাড় থাকছে এবার। ৮ জুন থেকে শর্তসাপেক্ষে খুলবে সমস্থ ধর্মীয় স্থান। একই সঙ্গে খুলবে হোটেল, রেস্তোরাঁ, শপিং মল। পঞ্চম দফার লকডাউনের নাম দেওয়া হয়েছে আনলক-১।
করোনা সংক্রমণ রোখার জন্য ভারতে প্রথম দফার লকডাউন ঘোষণা করা হয় গত ২৪ মার্চ। প্রথম দফার লকডাউন ২১ দিনের জন্য জারি থাকে ২৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত। দ্বিতীয় দফার লকডাউন চলে ১৫ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত। তৃতীয় দফার লকডাউন চলে ৪ মে থেকে ১৭ মে পর্যন্ত। এরপর চতুর্থ দফার লকডাউন ৩১ মে পর্যন্ত। এবার চলবে পঞ্চম দফার লকডাউন। আবার আর লকডাউন নয়, এবার আনলক-১।
The post ব্রেকিং: পঞ্চম দফার লকডাউন ৩০ জুন পর্যন্ত চলবে, খুলবে সমস্থ ধর্মীয় স্থান, হোটেল, রেস্তোরাঁ, শপিং মল appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3cpKtTa
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন