
১৮৯১ সালের পর এই প্রথম কোনও ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে মহারাষ্ট্রে। ১৩০ বছর পর এই প্রথম মুম্বাই উপকূলে কোনো ঘূর্ণিঝড় আছড়ে পড়বে। দীর্ঘ এতগুলি বছর মহারাষ্ট্র কোনো ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়নি। India Meteorological Departments (IMD) ইতিমধ্যেই জারি করেছে লাল সতর্কতা। আগামী ৩-৪ জুনের মধ্যে গুজরাত বা মহারাষ্ট্রের পশ্চিম উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। এই ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ১২০ কিলোমিটার।
তবে এই ঘূর্ণিঝড় নিসর্গ কোথায় কোথায় আছড়ে পড়তে পারে, সে বিষয়ে এখনও পর্যন্ত আবহাওয়া দফতরের পক্ষ থেকে নিশ্চিত ভাবে কিছু জানানো হয়নি। কিন্তু SKYMET যা কিনা বেসরকারি আবহাওয়ার পূর্বাভাস প্রদানকারী এজেন্সি, সেই সংস্থা জানিয়েছে, নিসর্গ উত্তর মহারাষ্ট্র অথবা দক্ষিণ গুজরাতের সীমান্ত লাগোয়া উপকূল এলাকায় আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
SKYMET-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে ঘূর্ণিঝড় নিসর্গ অতি শক্তিশালী বা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কম রয়েছে। তবে যে এলাকার উপর দিয়ে এই ঘূর্ণিঝড় বয়ে যাবে, সেখানে ভারী বৃষ্টিপাত হতে পারে। ৩ জুন দক্ষিণ গুজরাত এবং মুম্বই সহ উত্তর কোঙ্কান অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ভারী বৃষ্টিপাতের জের বাণিজ্যনগরী বেশ ভালোই জলমগ্ন হতে পারে।
The post ১৩০ বছর পর মুম্বাই উপকূলে আছড়ে পরবে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’ appeared first on Bharat Barta.
from দেশ – Bharat Barta https://ift.tt/2BsNi9w
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন