লোকনাথের তিরোধান দিবসে চলুন জেনে নিন তাঁর বাণী - Get Breaking & Latest Bengali News Online

Breaking

মঙ্গলবার, ২ জুন, ২০২০

লোকনাথের তিরোধান দিবসে চলুন জেনে নিন তাঁর বাণী

শ্রেয়া চ্যাটার্জি – ১৭৩০ খ্রিস্টাব্দে জন্মাষ্টমী তিথির দিনে তৎকালীন যশোর জেলার বর্তমানে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহাকুমার চাকলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাম নারায়ণ ঘোষাল এবং মাতা কমলাদেবী। তিনি ছিলেন বাবা-মার চতুর্থ সন্তান। তবে জন্মস্থান নিয়ে অনেকের মধ্যেই বিতর্ক আছে কেউ কেউ আবার বলেন কচুয়া তে লোকনাথ জন্মগ্রহণ করেছিলেন। বাংলায় ১২৯৭ সালের ১৯ শে জ্যৈষ্ঠ ১৬০ বছর বয়সে লোকনাথ ব্রহ্মচারী দেহত্যাগ করেন। চলুন জেনে নিন লোকনাথের কিছু বানী –

রণে, বনে, জলে, জঙ্গলে যখনই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব।

অন্ধ সমাজ চোখ থাকতেও অন্ধের মতো চলছে।

দেখো যেখানে ত্যাগ নেই আছে মোহ, আসক্তি সেইখানে যত দুঃখ, দৈন্য, অশান্তি।

অহং চলে গেলে নিজের মনই নিজের গুরু হয়। সৎ ও অসৎ বিচার আসে। গানের মধ্যে ভক্তির মনিকাঞ্চন যোগ হলে শ্রদ্ধা হবে তোদের আশ্রয়, শ্রদ্ধা হবে তোদের বান্ধব এবং শ্রদ্ধা হবে তোদের পাথেয়।

ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক যে সন্তান মায়ের আদেশ পালন করে, তাকে ঈশ্বর মঙ্গল করেন।

গর্জ করবি কিন্তু আহাম্মক হবিনা, ক্রোধ করবি কিন্তু ক্রোধান্ধ হবি না।

দেখ অর্থ উপার্জন করা তা রক্ষা করা, আর তা ব্যয় করার সময় বিষয় দুঃখ ভোগ করতে হয় অর্থাৎ সকল অবস্থাতেই অর্থ মানুষকে কষ্ট দেয়। তাই অর্থব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোন লাভ হয় না।

যে ব্যক্তি কৃতজ্ঞ, ধার্মিক, সত্যচারী, উদারচিত্ত, ভক্তি পরায়ন, জিতেন্দ্রিয়, মর্যাদা রক্ষা করতে জানে আর কখনো আপন সন্তানকে পরিত্যাগ করে না, এমন ব্যক্তির সঙ্গেই বন্ধুত্ব করবি।

The post লোকনাথের তিরোধান দিবসে চলুন জেনে নিন তাঁর বাণী appeared first on Bharat Barta.



from জীবনযাপন – Bharat Barta https://ift.tt/3dsFkLM

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন