নিউজ ডেস্ক: চলতি বছরে ১০ লক্ষেরও বেশি মাধ্যমিক পরীক্ষার্থী আছে ফল প্রকাশের অপেক্ষায়। করোনার কবলে সব কিছু থমকে গিয়েছে। তবে আর দেরি করতে চাইছে না রাজ্য। চলতি মাসে অর্থাৎ জুনে মাধ্যমিকের ফল প্রকাশ করতে চায় রাজ্য সরকার। নির্দেশ গিয়েছে মধ্যশিক্ষা পর্ষদে। এর পরেই তড়িঘড়ি এক নির্দেশিকা বের হয়েছে। পরীক্ষকদের পর্ষদ জানিয়ে দিয়েছে ৪৮ ঘণ্টার মধ্যে সমস্ত খাতা দেখে নম্বর জমা করতে হবে। রবিবার জারি হয়েছে এই নির্দেশিকা।
প্রধান পরীক্ষকদের বলা হয়েছে তাঁরাও যেন খাতা পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে পর্ষদের আঞ্চলিক অফিস অথবা কলকাতার সদর দপ্তরে এসে নম্বর জমা করে জান। পর্ষদের নির্দেশে আতান্তরে পড়েছেন পরীক্ষকদের একাংশ। তারা বলছেন, লকডাউন এখনও পুরোপুরি ওঠেনি। গণপরিবহন ব্যাবস্থা স্বাভাবিক হয়নি। সবার গাড়ি বা মোটর বাইক নেই। তবে কিভাবে দূরের শিক্ষকরা খাতা জমা করবেন? পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এই নিয়ে এখনও কিছু বলেননি।
The post জুন মাসেই মাধ্যমিকের ফল! ৪৮ ঘণ্টার মধ্যে সমস্ত খাতা জমা করার নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3gPLJmj
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন