৩০ জুন পর্যন্ত রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে, জানিয়ে দিল শিক্ষাদপ্তর - Get Breaking & Latest Bengali News Online

Breaking

মঙ্গলবার, ২ জুন, ২০২০

৩০ জুন পর্যন্ত রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে, জানিয়ে দিল শিক্ষাদপ্তর

নিউজ ডেস্ক: একদিকে করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে, তাতে এখনই কলেজ-বিশ্ববিদ্যালয় খোলা ঝুঁকি হয়ে দাঁড়াবে। অন্যদিকে, আমফান ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দক্ষিণবঙ্গের একাধিক কলেজ-বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় গোটা জুন মাস বন্ধ থাকুক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি, সেই সুপারিশ শুক্রবার শিক্ষামন্ত্রীকে করেছিল উপাচার্য পরিষদ। সেই সুপারিশ মেনে নিল রাজ্য। রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় আগামী ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে। এই মর্মে শনিবার শিক্ষাদপ্তরের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

একই সঙ্গে বলা হয়েছে, সমস্ত স্বাস্থ্যবিধি মেনে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসনিক অফিসগুলি খোলা যাবে। তবে হোস্টেলগুলো বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা নিয়ে কী সিদ্ধান্ত নিল, তা দপ্তরকে জানাতে হবে।

পাশাপাশি এদিন কেন্দ্রীয় সরকারও জানিয়ে দিয়েছে, জুন মাসে কোনও শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে না। জুলাই মাসে রাজ্যগুলির সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

The post ৩০ জুন পর্যন্ত রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে, জানিয়ে দিল শিক্ষাদপ্তর appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3eFtxtv

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন