বর্ধিত অর্ডার সামাল দিতে নিয়োগ বিগবাস্কেট-গ্রোফার্সে - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ৪ এপ্রিল, ২০২০

বর্ধিত অর্ডার সামাল দিতে নিয়োগ বিগবাস্কেট-গ্রোফার্সে

এই সময় ডিজিটাল ডেস্ক: করোনা সংক্রমণে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার পরিস্থিতি যখন গভীর থেকে গভীরতর হচ্ছে এবং তার জেরে কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা বাড়ছে, তখন বিগবাস্কেট, গ্রোফার্স, অ্যামাজনের মতো সংস্থাগুলি নতুন কর্মী নিয়োগ করা শুরু করেছে। তাদের গুদামঘর এবং গ্রাহকদের দোরগোড়ায় খাদ্যপণ্য পৌঁছে দেওয়ার জন্য ১০ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা করছে বিগবাস্কেট। জমে থাকা অর্ডার যত দ্রুত সম্ভব ডেলিভারি দেওয়া এবং গোটা দেশে লকডাউনের জেরে অনলাইনে খাদ্যপণ্যের অর্ডারের বর্ধিত সংখ্যা সামাল দিতেই এই ভাবনা সংস্থাটির। করোনা সংক্রমণ রোধে কেন্দ্র ২৫ মার্চ থেকে গোটা দেশে ২১ দিনের লকডাউন ঘোষণার পর অর্ডার ডেলিভারি দিতে হিমশিম খাচ্ছে অনলাইন বিপণন সংস্থাগুলি। যদিও খাদ্যপণ্য, ওষুধ এবং চিকিৎসার সরঞ্জামের মতো অত্যাবশ্যকীয় পণ্য ডেলিভারির ক্ষেত্রে অনলাইন সংস্থাগুলিকে কেন্দ্র ছাড় দিলেও তাদের ডেলিভারি বয়দের পুলিশ বাধা দিচ্ছে এবং ঝামেলার মধ্যে ফেলছে বলে অভিযোগ ই-কমার্স সংস্থাগুলির। স্থানীয় প্রশাসন তাদের গুদামঘর বন্ধ করে দেওয়ায় এবং রাজ্যের সীমানার বাইরে ট্রাক বেরনো বন্ধ করে দেওয়ায় ই-কমার্স সংস্থাগুলির পণ্য পরিবহণেও বাধা পড়ছে। কিন্তু, এর মধ্যেও সংস্থাগুলি ফের তাদের কাজ শুরু করেছে এবং জমা পড়ে থাকা অর্ডারগুলি ডেলিভারির চেষ্টা চালাচ্ছে। কিছু সংস্থা গ্রাহকদের অর্ডার বাতিলের বিকল্পও দিচ্ছে। হাতে থাকা অর্ডার ডেলিভারি না হওয়া পর্যন্ত নতুন অর্ডার নিতে চাইছে না সংস্থাগুলি। এ প্রসঙ্গে বিগবাস্কেটের মানবসম্পদ বিভাগের ভাইস প্রেসিডেন্ট তনুজা তিওয়ারি বলেন, ‘আমরা আমাদের গুদামঘরগুলির জন্য এবং ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দেওয়ার জন্য ১০ হাজার কর্মী নিয়োগ করতে চলেছি। দেশের যে ২৬টি শহরে আমরা পরিষেবা দিয়ে থাকি, সেই শহরগুলিতে এই নিয়োগ প্রক্রিয়া হবে।’ বর্তমানে, সংস্থার গুদামঘরগুলিতে এবং ডেলিভারি পরিষেবায় প্রয়োজনের তুলনায় ৫০ শতাংশ কম কর্মী রয়েছে, তনুজা জানান। প্রতিটি শহরেই ফের অর্ডার নেওয়া শুরু করেছে সংস্থাটি। কিন্তু, কর্মী সংখ্যা কম থাকায় খুব দ্রুত প্রতিটি স্লট ভর্তি হয়ে যাচ্ছে। তাদের পরিকল্পিত ক্ষমতার তুলনায় ৪০ শতাংশ কম ক্ষমতায় কাজ চালাতে হচ্ছে সংস্থাটিকে, তিনি জানান। কর্মীরা যাতে সুরক্ষিত উপায়ে এবং কোনও সমস্যা ছাড়াই কাজ চালিয়ে যেতে পারে সে জন্য সরকার এবং স্থানীয় প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় পাসের ব্যবস্থা করেছে সংস্থাটি।


from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/39G5ckx

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন