নিউজ ডেস্ক: দেশ তথা গোটা বিশ্বে করোনা ভাইরাসের চ্যালেঞ্জ কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। দেশজুড়ে চলছে লকডাউন। এরই মধ্যে আজ সকাল ৯টায় জাতির উদ্দেশ্যে ফের ভাষণ রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ঠিক কী বললেন, তা জেনে নিই-
দেশের মানুষ লকডাউন সফল করার চেষ্টা করছেন, সরকারের আবেদনে মানুষ যেভাবে সাড়া দিয়েছেন, তা অভূতপূর্ব।
৫ তারিখ রাত নটায় সবাই বাড়ির সব আলো নিভিয়ে দেবেন, ঘরের দরজায় দাঁড়িয়ে ৯ মিনিট জ্বালিয়ে রাখবেন, মোমবাতি, প্রদীপ, টর্চ বা মোবাইলের আলো।
এতে স্পষ্ট বুঝতে পারবেন, কেউ একা নন, আমরা সবাই এক সঙ্গে করোনার বিরুদ্ধে লড়ছি।
তবে এই সময় কেউ কোথাও ভিড় করবেন না, রাস্তায়, গলিতে বা পাড়ায় বার হবেন না, বাড়িতেই থাকবেন। মেনে চলুন সোশ্যাল ডিসট্যান্সিং।
করোনা মোকাবিলায় সবচেয়ে সংকটে দেশের দরিদ্র জনতা। তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর।
রবিবার ৫ এপ্রিল, দেশবাসী মহাশক্তির প্রমাণ দিতে পালন করবেন ‘ডার্ক আওয়ার’। প্রধানমন্ত্রীর আবেদন, “রাত ৯টায় ন’ মিনিটের জন্য আলো বন্ধ করে দরজার সামনে মোমবাতি, প্রদীপ, টর্চ জ্বালান। তাতেই প্রমাণিত হবে, ভেদাভেদ ভুলে ১৩০ কোটি মানুষের দেশ একসঙ্গে করোনা যুদ্ধে শামিল।
The post জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন মোদি, কি বললেন তিনি? জেনেনিন একনজরে appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/39B9DNn
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন