অর্থনীতিতে লকডাউনের প্রভাব কমাতে ফের প্যাকেজের চিন্তা কেন্দ্রের - Get Breaking & Latest Bengali News Online

Breaking

সোমবার, ৬ এপ্রিল, ২০২০

অর্থনীতিতে লকডাউনের প্রভাব কমাতে ফের প্যাকেজের চিন্তা কেন্দ্রের

এই সময় ডিজিটাল ডেস্ক: করোনাভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। জরুরি পরিষেবা ছাড়া সবই বন্ধ থাকায় স্তব্ধ হয়ে গিয়েছে অনেক কলকারখানা। লকডাউনের পরে যে চরম আর্থিক সংকট দেখা দেবে, সেই বিষয়ে গভীর চিন্তায় রয়েছে কেন্দ্র। এই আর্থিক সংকটের মোকাবিলা করতে আরও একটি বিশেষ প্যাকেজ ঘোষণার বিষয়ে কেন্দ্রীয় সরকার চিন্তাভাবনা করছে বলে সূত্রের খবর। এই প্যাকেজ বাস্তবায়িত হলে করোনাভাইরাস প্যানডেমিক ভারতে ছড়িয়ে পড়ার পর এটি হবে কেন্দ্রের ঘোষণা করা তৃতীয় আর্থিক প্যাকেজ। তবে এখনও পর্যন্ত এই প্যাকেজের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা গিয়েছে। ১৫ এপ্রিল উঠে যাওয়ার পর অর্থনীতিকে চাঙ্গা করতে এই প্যাকেজ ঘোষণা করা হতে পারে। আরও পড়ুন: গত ২৪ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশজুড়ে লকডাউন ঘোষণার কয়েক ঘণ্টা আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ব্যবসায়ী ও করদাতাদের জন্য কিছু ছাড়ের ঘোষণা করেন। তার দ-ুদিন পরে ১.৭ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেন সীতারামন। লকডাউনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়া দিন আনা দিন খাওয়া মানুষদের কথা ভেবে এই প্যাকেজ ঘোষণা করা হয়।


from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/2xMYZWF

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন