লকডাউন মিটলেই নেওয়া হবে অন্তত তিরিশটি পরীক্ষা, জোর কদমে কাজ চালাচ্ছে পিএসসি - Get Breaking & Latest Bengali News Online

Breaking

সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

লকডাউন মিটলেই নেওয়া হবে অন্তত তিরিশটি পরীক্ষা, জোর কদমে কাজ চালাচ্ছে পিএসসি

নিউজ ডেস্ক: লকডাউনের ফলে থমকে গিয়েছে সমস্ত কাজ। ছোট বড় মিলিয়ে এখনও পর্যন্ত খান তিরিশের বেশি পরীক্ষা বাতিল হয়েছে। করোনা পর্ব মিটলেই যাতে আপাতত বন্ধ থাকা সরকারি পরীক্ষা দ্রুত নেওয়া যায় তার প্রস্তুতি শুরু করে দিল পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।

গত ২০ এপ্রিল থেকে এই কর্মকাণ্ড শুরু হয়েছে। নবান্ন থেকে সবুজ সঙ্কেত মেলার পর ওই দিন থেকে অফিস করছেন কমিশনের চেয়ারম্যান, পদস্থকর্তা এবং বাছাই করা কর্মীরা। সরকারের বেঁধে দেওয়া উপযুক্ত সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্য বিধি মেনে পিএসসি’র টালিগঞ্জের অফিসে পুরোদমে কাজ চলছে।

পূর্ব নির্ধারিত অনেকগুলো ইন্টারভিউ নেওয়া যায়নি। এর আগে পিএসসি যে পরীক্ষাসূচি প্রকাশ করা হয়েছিল, তা পুরোপুরি ভেস্তে গিয়েছে। তবে দেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী বলা যায়, আগামী ৩ মে থেকে ফের এক দফার লকডাউনের মেয়াদ বৃদ্ধি পেতে পারে। এই প্রসঙ্গে পিএসসির চেয়ারম্যান দেবাশিস বসু বলেন, লকডাউন উঠে গেলে যাতে এক মুহূর্ত নষ্ট না করে এই সময়ে না হওয়া পরীক্ষাগুলি দ্রুত নেওয়া যায়, তার প্রস্তুতি এখন থেকেই নিচ্ছি।

The post লকডাউন মিটলেই নেওয়া হবে অন্তত তিরিশটি পরীক্ষা, জোর কদমে কাজ চালাচ্ছে পিএসসি appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/356VxCI

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন