করোনা রুখতে ২১ দিনের লকডাউন চলছে গোটা দেশ জুড়ে। ফলে এর প্রভাব পড়ছে দৈনন্দিন জীবন এবং বিভিন্ন শিল্পক্ষেত্রেও। এবার চা-শিল্পেও এই প্রভাবের কথা জানা গেছে। শনিবারদিন চা বাগান মালিক সংগঠনের তরফ থেকে জানা গেছে যে, বাগানে পড়ে থেকে পচে যাচ্ছে দার্জিলিং চায়ের পাতা। যার ফলে বিরাট ক্ষতির সম্মুখীন চা বাগান মালিক কর্তৃপক্ষ।
এই বিষয়ে দার্জিলিং চা-বাগান সংগঠনের কর্তা বিনোদ মোহন জানান, “এর ফলে আর্থিক মন্দার মুখে পড়বে পাহাড়ের চা শিল্প। পাহাড়ের এই চা-শিল্প থেকে সাধারণত বছরে ৮ লক্ষ কেজি চা উৎপাদন হয়। মরশুমের প্রথম চা-পাতা থেকেই সেই উৎপাদনের ২০% আসে। কিন্তু বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ। বেশিরভাগ বাগানই শুকিয়ে গিয়েছে।”
চা বাগান সংগঠন জানিয়েছে, “এমনিতেই শিল্পে এমন মন্দা তবুও শ্রমিকদের প্রাপ্য মিটিয়েছে কিছু বাগান মালিক। তবে এমন অনেক বাগান মালিকও আছেন, যারা আর্থিক ভাবে স্বাবলম্বী নন। তাঁদের পক্ষে সরকারি শ্রমবিধি মেনে বকেয়া মেটানো খুবই কষ্টকর হয়ে পড়ছে।”
এই বিষয়ে মালিক সংগঠন জানিয়েছে, “যারা এই মুহূর্তে বকেয়া টাকা মেটাতে পারেনি তারা শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করছে। পরিস্থিতি সামাল দেওয়ার সবরকম চেষ্টা চালানো হচ্ছে। আশা করা যাচ্ছে দ্রুত সমাধান সূত্র পাওয়া যাবে।”
The post লকডাউনের প্রভাবে প্রবল আর্থিক সমস্যার সম্মুখীন চা-বাগান কর্তৃপক্ষ appeared first on Bharat Barta.
from রাজ্য – Bharat Barta https://ift.tt/2wfFaab
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন