মুখ্যমন্ত্রীর কাছে আপৎকালীন সাহায্য প্রদান ও চাকরির স্থায়ীকরনের দাবি পেশ আংশিক সময়ের শিক্ষক-শিক্ষিকাদের - Get Breaking & Latest Bengali News Online

Breaking

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

মুখ্যমন্ত্রীর কাছে আপৎকালীন সাহায্য প্রদান ও চাকরির স্থায়ীকরনের দাবি পেশ আংশিক সময়ের শিক্ষক-শিক্ষিকাদের

নিউজ ডেস্ক: করোনার সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন। রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ১০ জুন পর্যন্ত ছুটি বলে ঘোষণা করা হয়েছে। করোনার দুর্বিপাকে ভয়ঙ্কর সঙ্কটে রাজ্যের কয়েক হাজার আংশিক সময়ের শিক্ষক শিক্ষিকা। লকডাউনের ফলে গৃহশিক্ষকতাও বন্ধ করতে হয়েছে। ফলে তাদের জীবনের দৈনন্দিন সঙ্কট ও অনিশ্চয়তা বেড়ে গেছে বহুগুণ। উপার্জন নেই, কিন্তু খরচ আছে।

এই অবস্থায় মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর শরণাপন্ন হলেন তাঁরা। মহামারীর দুঃসময়ে আপৎকালীন সাহায্য প্রদান ও চাকরির স্থায়ীকরনের ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন আংশিক সময়ের শিক্ষকরা।

পশ্চিমবঙ্গ আংশিক সময়ের বিদ্যালয় শিক্ষক সংগঠন SPTTA এর রাজ্য সভাপতি সমীর কুমার দেওঘোরিয়া বলেন, “আমরা রাজ্যের বিভিন্ন জেলার সরকারি এবং আধা সরকারি বিদ্যালয়গুলিতে অতি সামান্য পারিশ্রমিকের বিনিময়ে বছরের পর বছর নিষ্ঠার সাথে শিক্ষকতা করে চলেছি। আমাদের কাজের কোনো স্থায়ীত্ব নেই। বর্তমানে বিশ্ব মহামারী করোনার জন্য সারা দেশে লক ডাউন চলছে। এখন আমরা করোনার জন্য গৃহ শিক্ষকতা করাও বন্ধ রেখেছি। এইরূপ পরিস্থিতিতে আমাদের পক্ষে সংসার চালানো দুঃসাধ্য হয়ে পড়েছে। অতি কষ্টের মধ্য দিয়ে আমরা জীবন যাপন করছি। এই অবস্থায় আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছি। আশাকরি আপৎকালীন সাহায্য প্রদান ও চাকরির স্থায়ীকরন বিষয়ে মুখ্যমন্ত্রী সদর্থক ভূমিকা গ্রহণ করবেন।”

The post মুখ্যমন্ত্রীর কাছে আপৎকালীন সাহায্য প্রদান ও চাকরির স্থায়ীকরনের দাবি পেশ আংশিক সময়ের শিক্ষক-শিক্ষিকাদের appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2xd8wX1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন