চীন থেকে আমদানি করা কিটের জন্য এক টাকাও খরচ নয়, সাফ জানাল কেন্দ্র - Get Breaking & Latest Bengali News Online

Breaking

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

চীন থেকে আমদানি করা কিটের জন্য এক টাকাও খরচ নয়, সাফ জানাল কেন্দ্র

দেশে করোনায় দ্রুত পরীক্ষার জন্য চীন থেকে দেশে আমদানি করা হয়েছিল কিট। আর সেই কিটের গুণগত মান অত্যন্ত খারাপ হওয়ায় এবার তা আমদানি করা বন্ধ করল কেন্দ্র সরকার। জানা গিয়েছে, ওই কিটের গুণগত মান অনেক খারাপ হওয়ায় আপাতত দ্রুত অ্যান্টিবডি পরীক্ষার সিদ্ধান্ত স্থগিত রাখল ICMR। এই কিটের আমদানি নিয়ে বহু অভিযোগ উঠে আসে চারিদিক থেকে। বিরোধীরাও অভিযোগ তোলেন এই কিটের গুণগত মান প্রসঙ্গে। অভিযোগ আসে, চীন থেকে আমদানি করা এই কিট পরীক্ষায় ফলাফল ভালো আসছে না। আর তার পরেই বিভিন্ন রাজ্য ও হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে আপাতত এই কিটের পরীক্ষা বন্ধ রাখতে।

জানা গিয়েছে, চীনের দুটি সংস্থা ঝুহাই লিভজন ডায়াগনাস্টিক ও গুয়াংজু ওয়ান্ডফো বায়োটেকের সঙ্গে চুক্তি হয় সরকারের। ICMR এর তরফে চীনের কিটের মাধ্যমে করোনার দ্রুত পরীক্ষার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর তারপর চীন থেকে প্রায় পাঁচ লক্ষ কিট আনা হয়। এরপর তা দেশের বিভিন্ন হাসপাতালে ছড়িয়ে দেওয়া হয়। অভিযোগ, বর্তমানে চীন থেকে আমদানি করা এই কিটের গুণগত মান খারাপ।

তারফলে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ অ্যাসোসিয়েশনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং রাজ্য ও হাসপাতালগুলিতে নির্দেশ পাঠানো হয়েছে যে আপাতত এই কিটের মাধ্যমে করোনার পরীক্ষা স্থগিত রাখা হবে। এরপর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চীন থেকে আমদানি করা এই কিটের জন্য কোনো আর্থিক ক্ষতি হবে না। অর্থাৎ এই কিট আমদানিতে সরকারের কোষাগার থেকে এক টাকাও নষ্ট হয়নি।

The post চীন থেকে আমদানি করা কিটের জন্য এক টাকাও খরচ নয়, সাফ জানাল কেন্দ্র appeared first on Bharat Barta.



from দেশ – Bharat Barta https://ift.tt/3eWPUfa

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন