করোনা টেস্টের কিট তৈরি করে চমকে দিল কেরল, মাত্র ২ ঘন্টাতেই মিলবে রিপোর্ট - Get Breaking & Latest Bengali News Online

Breaking

রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

করোনা টেস্টের কিট তৈরি করে চমকে দিল কেরল, মাত্র ২ ঘন্টাতেই মিলবে রিপোর্ট

বর্তমান করোনা সংকটে চাই প্রচুর পরিমাণে টেস্ট। যথেষ্ট সংখ্যায় টেস্ট করা ছাড়া কোনোভাবেই পরিস্থিতির মোকাবিলা সম্ভব নয়। সেই পথে হেঁটেই এবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নিজস্ব টেস্ট কিট তৈরি করে ফেললো কেরালা। ত্রিবান্দ্রমের একটি সরকারি ইনস্টিটিউট আবিষ্কার করেছে এক ডায়গনস্টিক টেস্ট কিট, যা ব্যবহার করে মাত্র ২ ঘণ্টায় মিলবে টেস্টের ফল। এতে খরচ পড়বে মাত্র ১০০০ টাকা।

জানা গেছে, ত্রিবান্দ্রমের শ্রী চিত্রা তিরুনাল ইনস্টিটিউট ফর মেডিক্যাল সায়েন্সেস এন্ড টেকনোলজি তৈরি করেছে এই কিট যার নাম দেওয়া হয়েছে চিত্রা জেনল্যাম্প-এন। এখানকার বিজ্ঞানীরা বলছেন, সার্স-কভ-২-এন-জিন এর জন্যই বিশেষভাবে তৈরি এই টেস্ট কিট। আরএনএ ভাইরাস জিনের দুটো অংশ চিহ্নিত করবে এই টেস্ট কিট। রোগীর গলার লালারস এই যন্ত্রে রাখলে ২ ঘণ্টার মধ্যেই নির্ভুল রেজাল্ট পাওয়া যাবে। এছাড়া একসঙ্গে ৩০টি নমুনা পরীক্ষা করতে পারে এই যন্ত্র।

এখন এই টেস্ট কিটের দিকে তাকিয়েই আশার আলো দেখছে ভারত। ইতিমধ্যে এই টেস্ট কিটকে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও। এছাড়া ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ এর তরফ থেকে অনুমোদন পাওয়ায় কেরলের বেশ কয়েকটি হাসপাতালে এটির ব্যবহার করার জন্য সম্মতি মিলেছে।

এটি আবিষ্কার করেছেন বিজ্ঞানী অনুপ থেক্কুভিট্টিল এবং তার টিমের সদস্যরা। কিটটি তৈরি করতে মোট খরচ হয়েছে ২.৫ লক্ষ টাকা। এছাড়া যেখানে বিদেশ থেকে আমদানি করা আরটি পিসিআর যন্ত্রের দাম ১৫ থেকে ৪০ লক্ষ টাকা সেখানে এটির দাম মাত্র ১০০০ টাকা। ওই বিজ্ঞানী জানিয়েছেন, তার টিম মাত্র তিন সপ্তাহেই এই টেস্ট কিটটি তৈরি করে ফেলেছে।

The post করোনা টেস্টের কিট তৈরি করে চমকে দিল কেরল, মাত্র ২ ঘন্টাতেই মিলবে রিপোর্ট appeared first on Bharat Barta.



from দেশ – Bharat Barta https://ift.tt/3bmIjnV

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন