আজ শনিবার, আপনার ভাগ্যে কি আছে? জানুন আজকের রাশিফল - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ৪ এপ্রিল, ২০২০

আজ শনিবার, আপনার ভাগ্যে কি আছে? জানুন আজকের রাশিফল

আজ ৪ঠা মার্চ, শনিবার। রাশি অনুযায়ী জানুন কেমন কাটবে আজকের দিন।

মেষঃ লাম্পট্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সৎ থাকার চেষ্টা করুন।

বৃষঃ আজ আপনার জন্য বিশেষ ভাবে শুভ হবে। প্রতিযোগিতায় সাফল্য অর্জন করবেন।

মিথুনঃ পত্নী পীড়ায় উদ্বেগ বাড়তে পারে। ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়া জরুরি।

কর্কটঃ আজ আপনার স্থান পরিবর্তন করে নতুন স্থানে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সিংহঃ আজ আপনার জন্য খুবই শুভ। নতুন কিছুর প্রাপ্তি ঘটতে পারে।

কন্যাঃ কলার অনুশীলন ঘটবে আজ। সুপ্ত প্রতিভার প্রকাশ পাবে।

তুলাঃ অশুভ চিন্তার কারণে মানসিক কষ্ট দেখা দিতে পারে। শুভ কিছু ভাবুন, ভালো হবে।

বৃশ্চিকঃ আজ খুবই ভালো যাবে। শ্রী বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

ধনুঃ অবৈধ প্রণয়ের কারণে সমস্যার সম্মুখীন হতে পারেন। ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেওয়া জরুরি।

মকরঃ আজ আপনার ব্যভিচারের যোগ রয়েছে। ভাবনা চিন্তা করে পদক্ষেপ নিন।

কুম্ভঃ আজ আপনার প্রণয়ে বিঘ্ন ঘটতে পারে। ফলে প্রেম সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন।

মীনঃ প্রতিবেশীর সাথে বিবাদের জেরে মানসিক দিক দিয়ে অখুশি থাকতে পারেন। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন।

 

The post আজ শনিবার, আপনার ভাগ্যে কি আছে? জানুন আজকের রাশিফল appeared first on Bharat Barta.



from জীবনযাপন – Bharat Barta https://ift.tt/3bQuRZf

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন