নিউজ ডেস্ক: দেশে বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩৯৭। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার নতুন করে ১৪৬ জন করোনাতে আক্রান্ত হয়েছেন। করোনাতে আক্রান্ত হয়ে মোট ৩৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে ১২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনাতে আক্রান্ত হয়েছে কেরালায়। সেখানে ইতিমধ্যেই ২৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২১৬। উত্তরপ্রদেশ, দিল্লি, কর্নাটক, তেলঙ্গানা, তামিলনাড়ু এবং রাজস্থানে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১০১, ৯৭, ৮৩, ৭৯ এবং ৭৪ জন।
দেশের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। সেখানে মৃত্যু হয়েছে ৯ জনের। গুজরাতে মৃত্যু হয়েছে ৬ জনের। পশ্চিমবঙ্গে ৫ জনের মৃত্যু হয়েছে।
The post ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় প্রায় ১৪০০, মৃত বেড়ে ৩৫ appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2wRKyR3
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন