রাজ্যে এক লাফে করোনা আক্রান্তের সংখ্যা ৩৭, মৃত বেড়ে ৫, হোম কোয়ারানটিনে পাঠানো হয়েছে ১৫০৪৮২ - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বুধবার, ১ এপ্রিল, ২০২০

রাজ্যে এক লাফে করোনা আক্রান্তের সংখ্যা ৩৭, মৃত বেড়ে ৫, হোম কোয়ারানটিনে পাঠানো হয়েছে ১৫০৪৮২

নিউজ ডেস্ক: রাজ্যে একলাফে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৭! করোনাতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫। কঠিন এই পরিস্থিতিতে গোষ্ঠী সংক্রমণ রুখতে মরিয়া চেষ্টা করছে রাজ্য। এক দিনেই প্রায় লক্ষাধিক মানুষকে পাঠানো হল হোম কোয়ারানটিনে। 

স্বাস্থ্য ভবনের প্রকাশিত বুলেটিন অনুযায়ী সোমবার পর্যন্ত এ রাজ্যে হোম কোয়ারানটিনে পাঠানো হয়েছিল ৪৭০৯১ জনকে। সেখানে মঙ্গলবার বিকেলে, মাত্র ২৪ ঘণ্টার মধর সেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ১৫০৪৮২। একদিনেই হোম কোয়ারানটিনে পাঠানো হয়েছে ১০৩৩৯১ জনকে।

অন্যদিকে দেশেও বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩৯৭। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার নতুন করে ১৪৬ জন করোনাতে আক্রান্ত হয়েছেন। করোনাতে আক্রান্ত হয়ে মোট ৩৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে ১২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনাতে আক্রান্ত হয়েছে কেরালায়। সেখানে ইতিমধ্যেই ২৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২১৬। উত্তরপ্রদেশ, দিল্লি, কর্নাটক, তেলঙ্গানা, তামিলনাড়ু এবং রাজস্থানে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১০১, ৯৭, ৮৩, ৭৯ এবং ৭৪ জন।

The post রাজ্যে এক লাফে করোনা আক্রান্তের সংখ্যা ৩৭, মৃত বেড়ে ৫, হোম কোয়ারানটিনে পাঠানো হয়েছে ১৫০৪৮২ appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2ypXgqD

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন