সমস্থ রেকর্ড ছাপিয়ে আমেরিকায় একদিনে মৃত্যু হল প্রায় ২০০০ জনের, দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ১৪,৭৯৫ জনের - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

সমস্থ রেকর্ড ছাপিয়ে আমেরিকায় একদিনে মৃত্যু হল প্রায় ২০০০ জনের, দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ১৪,৭৯৫ জনের

নিউজ ডেস্ক: ভয়ঙ্কর করোনাভাইরাসে প্রবল ভাবে বিধ্বস্ত মার্কিন মুলুক। মৃত্যু মিছিল কোনো ভাবেই থামছে না সেখানে। এবার পর পর টানা দুদিন আমেরিকায় প্রায় ২০০০ ছুঁল মৃতের সংখ্যা। প্রবল আশঙ্কায় কাঁপছে আমেরিকা। জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী বুধবার মার্কিন মুলুকে মৃত্যু হয়েছে প্রায় ২০০০ জন করোনা আক্রান্তের।

ক্রমেই ভয়ঙ্কর হচ্ছে মার্কিন মুলুকের পরিস্থিতি। এখনও পর্যন্ত দেশটিতে প্রায় ১৫ হাজার জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসের কারণে। আমেরিকায় ৪,৩৫,১২৮ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত করা গিয়েছে, যার মধ্যে ২২,৮৯১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।

মৃত্যুর সংখ্যার হিসাবে স্পেনকে ছাড়িয়ে গেল আমেরিকা। স্পেনে সংখ্যাটা ১৪,৫৫৫ জন। অন্যদিকে ইতালিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭,৬৬৯।

গতকালই ট্রাম্পের দেশে করোনায় মৃত্যু হয়েছিল ১৯৩৯ জন আক্রান্তের। এবার সেটা ছাড়িয়ে গেল। এর কোথায় শেষ কেউ জানান। সবচেয়ে বাজে অবস্থা নিউইয়র্কের।

The post সমস্থ রেকর্ড ছাপিয়ে আমেরিকায় একদিনে মৃত্যু হল প্রায় ২০০০ জনের, দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ১৪,৭৯৫ জনের appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2xf6VQC

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন