নিউজ ডেস্ক: আবার বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা রাহুল সিনহার। করোনা ভাইরাস নিয়ে আবারও একবার বেফাঁস মন্তব্য এই বিজেপি নেতা। হনুমানজিকে স্মরণ করলেই দূরীভূত হবে করোনা, নিদান রাহুলের। করোনা সম্পর্কে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক বলেন, ‘হনুমানজিকে স্মরণ করলেই মারণ ভাইরাস করোনা দূরীভূত হতে পারে। হনুমান জয়ন্তীতে বজরংবলী অবতীর্ণ হয়েছিলেন। সংকট থেকে জগৎকে উদ্ধার করেছিলেন। সবাই সংকটের এই সময়ে বজরংবলীকে স্মরণ করি।’ এর পরেই রাহুল সিনহার এই মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
এর আগেও করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে নানা উপায়ের কথা বলেছেন বিজেপির একাধিক নেতা। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও করোনা থেকে বাঁচতে গোমূত্র পান করতে বলেছিলেন। সেই মন্তব্যের পরেও বিতর্কের ঝড় উঠেছিল।
এর আগে দেশের নানান জায়গায় বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে রীতিমতো শিবির করে গোমূত্র পান করা হয়। করোনা তাড়াতে গোমূত্রর উপকারিতা সম্পর্কেও ব্যাখ্যা করা হয়। কলকাতাতেও গোমূত্র পান করে করোনা-মুক্তির প্রচার চালান বিজেপি নেতারা। এক বিজেপি নেতাকে করোনা থেকে মুক্তি পেতে গোমূত্র অন্যদের পান করাতে দেখা যায় জোড়াসাঁকো এলাকায়।
The post ‘হনুমানজিকে স্মরণ করলেই মারণ ভাইরাস করোনা থেকে মুক্তি’ নিদান রাহুলের, মন্তব্যে বিতর্ক appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3aWvRuT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন