প্রথম বিশ্বের অন্যতম নিয়ন্ত্রক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রমশ ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা অনুযায়ী খুব শীঘ্রই আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরটি করোনা ভাইরাসের পরবর্তী ভরকেন্দ্র হয়ে উঠতে চলেছে। সেই আশঙ্কা কিছুটা হলেও সত্য প্রমাণ করে গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক কোভিড ১৯-এ আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রকাশ করা তথ্য অনুসারে, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘন্টার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস মহামারীর ফলে রেকর্ড সংখ্যক ৮৬৫ জনের মৃত্যু হয়েছে।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৮ টায় মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ছিল ৩০০৮। ২৪ ঘন্টা পর মঙ্গলবার রাত সাড়ে ৮ টাতে সেখান থেকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৭৩-এ। যা গত ২৪ ঘন্টায় আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে রেকর্ড সংখ্যক মৃত্যু বলে জানিয়েছে সে দেশের স্বাস্থ্য মন্ত্রক। ইতিমধ্যে মোট সংক্রমণের তালিকায় ইতালি, স্পেন ও চীনকেও ছাপিয়ে গিয়েছে আমেরিকা। বর্তমানে সেখানে মোট ১৮৮১৭২ জনের করোনা ভাইরাসের সংক্রমণের চিহ্ন পাওয়া গেছে। যা গোটা বিশ্বের ক্ষেত্রে এখনও পর্যন্ত সর্বোচ্চ।
সে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জানান, আগামী দু’সপ্তাহ আমেরিকাবাসীর জন্য অত্যন্ত বেদনাদায়ক ও দুঃখজনক হতে চলেছে। এই মহামারীকে তিনি প্লেগের সঙ্গে তুলনা করেছেন। করোনা ভাইরাসের কারণে প্রায় ২৪০০০০ আমেরিকাবাসীর মৃত্যুর আশঙ্কা করছে হোয়াইট হাউস।
The post ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৮৬৫ জন, ২.৫ লক্ষ মৃত্যুর আশঙ্কা হোয়াইট হাউসের appeared first on Bharat Barta.
from আন্তর্জাতিক – Bharat Barta https://ift.tt/2w4hXrf
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন