
শুক্রবার প্রেস কনফারেন্সে রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল অ্যান্তোনিয়ো গুতেরেস করোনা যুদ্ধে সারা বিশ্বের পাশে থাকায় ভারতকে ধন্যবাদ জানিয়েছেন। এই কুর্নিশের কথা জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জের মুখপাত্র স্টেফানে দুজারিক।
বর্তমান কঠিন পরিস্থিতিতে ভারত আমেরিকা, রাশিয়া থেকে শুরু করে বেশ কিছু দেশে করোনা প্রতিরোধে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহ করেছে। এরপরেই এই অসাধারণ কাজের জন্য রাষ্ট্রপুঞ্জের তরফ থেকে ভারতকে কুর্নিশ জানানো হয়েছে বলে জানা গেছে। তবে রাষ্ট্রপুঞ্জের বক্তব্যে সরাসরি ভারতের নাম উল্লেখ না করলেও ভারতকে উদ্দেশ্যে করেই যে মন্তব্য করা হয়েছে তা বোঝাই গেছে।
বিশ্বের মধ্যে সবথেকে বেশি পরিমানে হাইড্রক্সিক্লোরোকুইন তৈরী হয় ভারতে। আর এই হাইড্রক্সিক্লোরোকুইন-কে করোনা সংক্রমণ রোধ করার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছিল US FOOD AND DRUG ADMINISTRATION. প্রথমে এই ওষুধ রফতানির উপর ভারত নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু কয়েকদিন আগে আমেরিকা হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানোর জন্য ভারতকে আর্জি জানালে সেই নিষেধাজ্ঞা তুলে দেয় ভারত।
The post করোনা যুদ্ধে বিশ্বের পাশে থাকায় ভারতকে কুর্নিশ রাষ্ট্রপুঞ্জের appeared first on Bharat Barta.
from আন্তর্জাতিক – Bharat Barta https://ift.tt/2RMdelO
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন