
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ভিডিও কনফারেন্সে বৈঠক হয় রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের। সেখানে হাজির ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে লকডাউন ওঠার বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর সাথে আজ বৈঠকের পর অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, “কেন্দ্র নতুন নির্দেশিকা জারি করছে করুক, কিন্তু আমরা রাজ্যে ২১শে মে পর্যন্ত লকডাউন রাখার চেষ্টা করবো। কারণ রাজ্যটাকে আমাদেরই চালাতে হবে।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, “কেন্দ্র রেড জোন, গ্রিন জোন এবং অরেঞ্জ জোনের যা তালিকা তৈরি করেছে করুক। রাজ্যের পরিস্থিতি বিচার করে আমরা নতুন তালিকা তৈরি করেছি। রেড জোনের এলাকা গুলিতে থাকবে কড়াকড়ি, গ্রিন এবং অরেঞ্জ জোনে কিছুটা ছাড় দেওয়া হবে।” মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই রাজ্যের তরফে তিনটি জোনের তালিকা প্রকাশ করা হয়েছে। কোন জেলা কোন তালিকায় আছে তা দেখে নিন।
রেড জোন: রেড জোনে আছে চারটি জেলা। এই জোনের অন্তর্গত জেলা গুলি হলো কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর।
গ্রিন জোন: গ্রিন জোনে আছে আটটি জেলা। এই জোনের অন্তর্ভুক্ত জেলা গুলি হলো আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া।
অরেঞ্জ জোন: রেড এবং গ্রিন জোনে থাকা ১২টি জেলা বাদে বাকি ১১টি জেলা আছে অরেঞ্জ জোনে। এই জোনের অন্তর্ভুক্ত জেলাগুলি হলো দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, কালিম্পঙ, নদীয়া, মালদা, জলপাইগুড়ি এবং দার্জিলিং।
প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর আজ নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই এই ঘোষণা করেন তিনি। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ” জোন ভাগ করে ব্যবস্থা নেবে রাজ্য। কিভাবে কাজ চালানো যায় তা খতিয়ে দেখা হচ্ছে।” রাজ্যে করোনা মোকাবিলায় আজ একটি মন্ত্রী গোষ্ঠী গড়ে দেন মুখ্যমন্ত্রী। যে গোষ্ঠীতে অর্থমন্ত্রী অমিত মিত্রের নেতৃত্বে আছেন পার্থ চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, মুখ্যসচিব রাজীব সিনহা এবং স্বাস্থ্য সচিবও।
The post রেড, গ্রিন এবং অরেঞ্জ জোনে ভাগ হল রাজ্য, রইলো পুরো তালিকা appeared first on Bharat Barta.
from রাজ্য – Bharat Barta https://ift.tt/2YicxEZ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন