নিউজ ডেস্ক: দেশজুড়ে চলছে লকডাউন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে ৩ মে পর্যন্ত চলবে লকডাউন। লকডাউন আরও কি বাড়বে? তাই নিয়ে চলছে জোর জল্পনা। তবে ৩ মে রাজ্যে লকডাউন একেবারে উঠবে না তা বলাই যায়।
লকডাউন নিয়ে কোনো ঘোষণা না করেও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে সুস্পষ্টভাবে জানিয়ে দেন, ২১ মে অবধি রাজ্যকে তিন ভাগে ভাগ করে নজরদারি চালানো হবে।
রেড, গ্রিন ও অরেঞ্জ তিনটি জোনে গোটা রাজ্যের সংক্রামিত এলাকাগুলিকে ভাগ করে একটি তালিকা ইতিমধ্যেই তৈরি করেছে রাজ্য সরকার৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘তিন জোনের ক্ষেত্রে নির্দিষ্ট পরিকল্পনা চাই। স্বাস্থ্য দফতর এই নিয়ে শীঘ্রই নির্দেশিকা জারি করবে।’
লকডাউন নিয়ে প্রশ্ন করলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘লকডাউন বাড়ানো কেন্দ্রের ব্যাপার৷ তবে রাজ্য ২১ মে অবধি লকডাউনের পক্ষপাতী। তবে কিছু ক্ষেত্রে ছাড় দিতে হবে।’
The post ২১ মে অবধি রাজ্যে চলবে একই ব্যবস্থা; রেড, গ্রিন ও অরেঞ্জ জোনে ভাগ করা হবে সংক্রামিত এলাকা: মমতা appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3cXW3G6
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন