
ক্রমশ অবস্থার অবনতি হওয়ায় ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে ভর্তি করা হল হাসপাতালে। প্রায় ১০ দিন আগে তিনি নিজেই ভিডিওর মাধ্যমে জানিয়েছিলেন তাঁর করোনা আক্রান্ত হবার কথা। তিনি নিজেই বাড়িতে কোয়ারেন্টাইন-এ থেকে কাজ চালিয়ে যাবেন বলেও জানিয়েছিলেন।
কিন্তু এই ১০ দিনেও তাঁর অবস্থার উন্নতি হয়নি। তাই চিকিৎসকদের পরামর্শমতো হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ডাউনিং স্ট্রিট। বরিস জনসনের সঙ্গিনী ক্যারি সাইমন্ডস ও করোনা আক্রান্ত। তিনি অন্তঃসত্ত্বা। জনসনের কাজকর্ম দেখার দায়িত্ব পড়েছে বিদেশ সচিব ডমিনিক রাবের।
প্রসঙ্গত, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখনও পর্যন্ত ব্রিটেনে করোনাতে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজারের বেশি, মৃত্যু হয়েছে ৯৪৩ জনের।
The post অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তি করা হল ব্রিটেনের প্রধানমন্ত্রীকে appeared first on Bharat Barta.
from আন্তর্জাতিক – Bharat Barta https://ift.tt/3bVlQOB
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন