এই সময় ডিজিটাল ডেস্ক: লকডাউনের জেরে সারা দেশের স্বাভাবিক জনজীবন প্রায় স্তব্ধ। এমন কঠিন সময়ে সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন গরিব মানুষরা। তাঁদের সাহায্যের জন্যে এবার এগিয়ে এল বিভিন্ন টেলিকম অপারেটররা। দেওয়া হচ্ছে ফ্রি টকটাইম, বর্ধিত ভ্যালিডিটি এবং আরও অনেক সুযোগ সুবিধে। এয়ারটেল সব ধরনের প্রি-পেইড প্ল্যানের বৈধতা ১৭ এপ্রিল পর্যন্ত বাড়ানোর পাশাপাশি ১০ টাকার বিনামূল্যে টক টাইম দেওয়ার কথা ঘোষণা করেছে কম-আয়ের গ্রাহকদের। প্ল্যানের বৈধতা শেষ হওয়ার পরও একই নম্বরে ইনকামিং কলের পরিষেবা বজায় থাকবে। বিএসএনএল কেন্দ্র সরকারের এই টেলিকম অপারেটর প্রত্যেকটি প্রি-পেইড প্ল্যানের বৈধতা বাড়াল ২০ এপ্রিল পর্যন্ত। অর্থাত্ ২০ এপ্রিল পর্যন্ত ইনকামিং কলের সুবিধে পাবেন গ্রাহকরা। যে সব প্ল্যানের বৈধতা ২২ মার্চের পর শেষ হয়েছে, সেই সব প্ল্যান থাকবে এই অফারের আওতায়। যে সব প্রি-পেইড গ্রাহকদের মোবাইল ব্যালেন্স শেষ হয়ে গিয়েছে তাঁদের আরও ১০ টাকার ফ্রি টকটাইম দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। ভোডাফোন আইডিয়া এই সংস্থাও তাদের সব প্রি-পেইড প্ল্যানের বৈধতা আগামী ১৭ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও ১০ টাকার ফ্রি টকটাইম দেওয়া হচ্ছে যাতে মানুষের সঙ্গে মানুষের সংযোগ বিচ্ছিন্ন না হয়। রিলায়েন্স জিও জিও ফোন গ্রাহকদের জন্যে বৈধতা বাড়ানোর সিদ্ধান্ত জানাল রিলায়েন্স জিও। একই সঙ্গে জানাল, বৈধতা শেষ হওয়ার পরও ইনকামিং কলের সুবিধে উপভোগ করবেন গ্রাহকরা। এছাড়াও জিও ফোন গ্রাহকরা পাবেন ১০০ মিনিটের ফ্রি কলিং এবং ১০০টি এসএমএস ১৭ এপ্রিল পর্যন্ত। তবে সব জিও গ্রাহক নয়, এই সুবিধে পাবেন শুধুমাত্র জিও ফোন গ্রাহকরাই।
from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/2JEByBF
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন