
আজ অত্যন্ত প্রাসঙ্গিক অনলাইন শিক্ষাকে প্রথম স্বাগত জানিয়েছিল কিংসটন এডুকেশনাল ইনস্টিটিউটের সব শাখা (কিংসটন পলিটেকনিক কলেজ, কিংসটন সায়েন্স কলেজ, কিংসটন স্কুল অফ ম্যানেজমেন্ট সায়েন্স, কিংসটন ল্য কলেজ, কিংসটন টিচার্স ট্রেনিং অ্যাকাডেমি, কিংসটন মডেল স্কুল, কিংসটন স্কিল ডেভলপমেন্ট ইনিয়েটিভ)। গোটা দেশে এবং বিদেশেও মাল্টি প্ল্যাটফর্ম শিক্ষার উপাদান যেমন- লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (LMS), ইউটিউব চ্যানেল, স্লাইডশেয়ার, ব্লগস্ফিয়ার, হোয়াটসঅ্যাপ, হেল্পলাইন এবং অন্য মাল্টি মিডিয়ার মাধ্যমে পড়ুয়াদের শিক্ষার ব্যবস্থা রয়েছে। শিক্ষার এই উদ্যোগে শিক্ষকরা যেমন কোনও কমতি রাখেন না, তেমনই নিয়ম ও শৃঙ্খলার সঙ্গে তা পালন করে পড়ুয়ারাও। দু'তরফেই ওয়ার্ক ফ্রম হোম এবং স্কুল/কলেজের গুরুত্বকে সম্মান করা হয়। জুম, গুগল ক্লাসরুমের মতো ভিডিয়ো কলিং টুল ব্যবহার করে ক্লাসগুলির আয়োজন করা হয়। দুবাইয়ে অবস্থিত -এর অ্যাকাডেমিক অ্যাডভাইসর ড. মণিশঙ্কর চক্রবর্তীর কথায়, 'কিংসটন পরিবারের তরফে পড়ুয়াদের শিক্ষা ও বৃদ্ধি নিশ্চিত করতে যে পরিশ্রম করা হয়, তা কর্তৃপক্ষ এবং কর্মীদের বদ্ধপরিকর হিসেবেই তুলে ধরে।' কিংসটনের বিশেষজ্ঞ টিমের তরফে প্রতিটি ক্লাসেই সূক্ষ্ম নজর রাখা হয়। পড়ুয়া, অভিভাবক এবং শিক্ষাকর্মীদের নিয়ে গঠন করা গ্রুপে নিয়মিত ফিডব্যাক পাঠানো হয়। কিংসটনের প্রেসিডেন্ট তিপম ভট্টাচার্য্য মনে করেন, শিক্ষাকে দেশের প্রতি প্রান্তে, কোণে পৌঁছে দেওয়া উচিত। এই আদর্শকে অগ্রাধিকার দিয়েই অনলাইন শিক্ষাকে হাতিয়ার করেছে । এছাড়াও পড়ুয়াদের স্বনির্ভর ও স্বনিযুক্ত করতেও প্রশিক্ষণ দেওয়া হয়। ক্লাস 10, ক্লাস 11 ও ক্লাস 12 এর পড়ুয়াদের জন্য বিশেষ কাউন্সিল ক্লাসের ব্যবস্থাও করা হয়। এর জন্য পড়়ুয়াদের শুধু রেজিস্টার করতে হয়। পুরোটাই বিনামূল্যে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে পড়ুয়াদের উৎসাহ দিতে কিংসটনের গ্রুপ সেক্রেটারি ঊমা ভট্টাচার্য প্রতিযোগিতা মূলক শিক্ষার সুযোগের ব্যবস্থা করেছেন। যার জন্য পড়ুয়াদের বিনামূল্যে রেজিস্টার করতে হবে। এছাড়াও ক্লাস 10 থেকে 12 পর্যন্ত পড়ুয়াদের ফ্রি-তে অনলাইন শিক্ষার কাঠামো-সাহায্যে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মেঘালয়ের রাজ্য সরকারকে অনুরোধ করেছে কিংসটন গোষ্ঠী। গোষ্ঠীর চেয়ারম্যান ডক্টর অম্বরনাথ বন্দ্যোপাধ্যায়ের কথায়, সমাজকে এগিয়ে নিয়ে যেতে আগ্রহী যে পড়ুয়ারা, তাদের জন্য সবসময় রয়েছে কিংসটন। আর করোনাভাইরাস আমাদের 24X7X365 শিক্ষার লক্ষ্য়কে হারাতে পারবে না। ডিসক্লেইমার: প্রতিবেদনটি টাইমস ইন্টারনেটের স্পটলাইট টিম পাবলিশ করেছে।
from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/2y8QOEG
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন