লকডাউন কি আরও বাড়বে? কিছুক্ষনের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক মোদীর - Get Breaking & Latest Bengali News Online

Breaking

সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

লকডাউন কি আরও বাড়বে? কিছুক্ষনের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক মোদীর

আজ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্সে আরও একবার বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ জুড়ে লকডাউন জারি হওয়ার পর এই নিয়ে চতুর্থবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সূত্র মারফত জানা যাচ্ছে, আজকের বৈঠকে নয় রাজ্যের মুখ্যমন্ত্রীরা যোগদান করতে চলেছেন। অন্যবারের মতো এবারও মুখ্যমন্ত্রীদের সাথে প্রধানমন্ত্রীর এই বৈঠক হবে ভিডিও কনফারেন্সে। প্রধানত পূর্ব এবং উত্তর-পূর্বের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাই এবার প্রধানমন্ত্রীর বৈঠকে যোগ দেবেন বলে জানা যাচ্ছে। সকাল ১০ টায় শুরু হবে এই ভিডিও কনফারেন্স।

জানা যাচ্ছে উক্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা ২০ই এপ্রিলের পর লকডাউনে যে কিছু কিছু ছাড় দেওয়া হয়েছে সেই নিয়ে আলোচনা করতে পারেন। লকডাউন ছাড়াও করোনা পরীক্ষার কিট এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়টি নিয়েও আলোচনা হতে পারে। বৈঠকে কেন্দ্রের থেকে রাজ্যগুলির জন্যে আর্থিক প্যাকেজের দাবিও করা হতে পারে। এছাড়াও রাজকোষ সংক্রান্ত আইনের পরিবর্তন করার আবেদনও রাজ্যগুলো করতে পারে প্রধানমন্ত্রীর কাছে।

এর আগের বৈঠকেই নিজেদের সিদ্ধান্তর কথা জানিয়েছে বেশিরভাগ রাজ্য গুলিই। এই বৈঠকেও লকডাউন, দেশের আর্থিক পরিস্থিতি, করোনার কিভাবে মোকাবিলা করা যাবে এই নিয়ে নিজেদের মতামত দেবে বাকি রাজ্য গুলি। এই বৈঠকে বিহার, ওড়িশা, গুজরাট, হরিয়ানা, উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ, মেঘালয় ও মিজোরামের মুখ্যমন্ত্রীদের তাদের মতামত দেওয়ার কথা আছে। এদিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২৭,০০০ এর কাছে। মারণ এই ভাইরাসে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮২৬ জনের।

The post লকডাউন কি আরও বাড়বে? কিছুক্ষনের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক মোদীর appeared first on Bharat Barta.



from দেশ – Bharat Barta https://ift.tt/2VGifOZ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন