জনধন-উজ্জ্বলার সুবিধা ধাপে ধাপে পাবেন গ্রাহক - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ৪ এপ্রিল, ২০২০

জনধন-উজ্জ্বলার সুবিধা ধাপে ধাপে পাবেন গ্রাহক

এই সময় ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী জনধন যোজনায় সমস্ত মহিলা অ্যাকাউন্ট গ্রাহক শুক্রবার থেকে ধাপে ধাপে সরকারের দেওয়া প্রথম মাসের ৫০০ টাকা তুলতে শুরু করেছেন। ভিড় এড়াতে অ্যাকাউন্ট নম্বরের শেষ সংখ্যার ভিত্তিতে টাকা তোলা দিন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। পাশাপাশি, পশ্চিমবঙ্গে প্রায় ৮৬ লক্ষ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুক্রবার অথবা শনিবার চলতি মাসে ভর্তুকিহীন সিলিন্ডারের দামের পুরোটাই (যা কলকাতার ক্ষেত্রে ৭৭৪ টাকা ৫০ পয়সা) জমা পড়বে বলে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির তরফে জানানো হয়েছে। উজ্জ্বলা যোজনার গ্রাহকদের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাস তিনটি গ্যাস সিলিন্ডার নিখরচায় দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। ইন্ডিয়ান অয়েলের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, অ্যাকাউন্টে চলতি মাসে যে অর্থ জমা পড়বে, তা উজ্জ্বলা গ্রাহকদের অগ্রিম দেওয়া হচ্ছে। ‘চলতি মাসে কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কিলো গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম ৭৭৪ টাকা ৫০ পয়সা। উজ্জ্বলা গ্রাহকদের নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই অর্থ অগ্রিম দিয়ে দেওয়া হবে, যা তাঁরা সিলিন্ডার কিনতে খরচ করবেন।’ এপ্রিলে সিলিন্ডার কেনার পরই মে ও জুন মাসের সিলিন্ডারের দাম একই ভাবে তাঁদের অ্যাকাউন্টে জমা পড়বে। তবে কোনও উজ্জ্বলা গ্রাহক যদি এপ্রিল, মে ও জুনে কোনও সিলিন্ডার না নেন, সে ক্ষেত্রে এপ্রিলে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়া অর্থ তিনি আগামী মার্চ পর্যন্ত সিলিন্ডার কিনতে ব্যবহার করতে পারবেন। উজ্জ্বলা গ্রাহকরা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়ার পরেই সিলিন্ডার বুক করতে পারবেন। সিলিন্ডার বুক করলেই গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, যা সিলিন্ডার নেওয়ার সময় ডেলিভারি বয়কে দিতে হবে। সিলিন্ডার পাওয়ার ১৫ দিন পরে ফের রিফিল বুকিং করা যাবে। ৫ কিলোর সিলিন্ডারের ক্ষেত্রে উজ্জ্বলা গ্রাহকরা তিন মাসে আটটি সিলিন্ডারের দাম অগ্রিম পাবেন বলে ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে।


from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/2X5TnkY

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন